• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২০
সর্বশেষ আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০

চাঁদপুরস্থ শরীয়তপুর কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

স্টাফ রিপোর্টার
চাঁদপুরস্থ শরীয়তপুর কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি রাত ৮টায় চাঁদপুর রোটারী ক্লাব ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. মো. মকবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলার সখিপুর থানার চারসেনসাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিতু মিয়া বেপারী।
সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার, ‘৫২-এর ভাষা সংগ্রাম ও ‘৭১ সালের স্বাধীনতা আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের প্রভাষক মো. মহসীন শরীফ, চাঁদপুর বক্ষব্যাধী ক্লিনিকের কর্মকর্তা আক্তার হোসেন মোল্লা, মো. ওয়ালিউল্লাহ মোল্লা, মো. দলিল উদ্দিন, মো. মনিরুজ্জামান, মো. গিয়াস উদ্দিন সরদার, মো. শফিক পেদা, মো. জামাল হোসেন, মো. সফিউল্লাহ সরকার, মো. মাকসুদ আলম, মনির খান, মো. শাহ আলম মিয়া, মো. নাজমুল আহসান, মো. সোহাগ মিয়া, মোল্লা হানিফ, মো. ইসমাঈল হোসেন মুন্সী, মো. খলিল, মো. হেদায়েত প্রমুখ।
পরে ডা. মো. মকবুল হোসেনকে সভাপতি ও মো. সোহরাব হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ ও মো. জিতু মিয়া বেপারীকে প্রধান উপদেষ্টা করে ৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
কমিটির সদস্যরা হচ্ছেন- প্রধান উপদেষ্টা মো. জিতু মিয়া বেপারী, সদস্য : আব্দুর রহমান (উপ-সচিব), জাহাঙ্গীর হোসেন মোল্লা, মো. সফিউদ্দিন আহমেদ, মো. মোস্তাক আহমেদ, মো. ফারুক আলম ও সাংবাদিক মো. মাহবুবুর রহমান সুমন।
কার্যকরী পরিষদের সভাপতি ডা. মো. মকবুল হোসেন, সহ-সভাপতি মো. আক্তার হোসেন মোল্লা, মো. শবেবরাত সরকার, মো. মহসীন শরীফ, শাহেদুল হক মোর্শেদ, মো. সফিউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. ওয়ালিউল্লাহ মোল্লা, মো. শাহ আলম মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. দলিল উদ্দিন, মো. মনিরুজ্জামান, মো. মনির হোসেন খাঁন, অর্থ সম্পাদক মো. নাজমুল আহসান, সমাজসেবা সম্পাদক মো. জামাল হোসেন, অফিস ও প্রচার সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মো. আলমগীর বালা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আল মামুন শনি, ছাত্র কল্যাণ সম্পাদক মো. সোহাগ মিয়া, কার্যকরি সদস্য মো. সফিক পেদা, মো. মাকসুদ আলম, মো. আনোয়ার হোসেন মাঝী, মো. খলিল উদ্দিন ও মো. হেদায়েত হোসেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!