• ঢাকা
  • শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২০
সর্বশেষ আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০

যাত্রীবাহী বাস ও নসিমনের সংঘর্ষে নিহত ৫

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

অনলাইন ডেস্ক:

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও নসিমনের মধ্যে সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত ও সাতজন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার তিতাগ্রামের বেলায়েত মুন্সীর ছেলে সুমন মুন্সী (২০), রাফিক মোল্লার ছেলে বদিয়ার মোল্লা (৩০), বজলু ফকিরের ছেলে মিজান ফকির (৫০), আজিরন ফকিরের লায়েক ফকির (৫০) ও আবি মোল্লার ছেলে সিরাজুল ইসলাম মোল্লা (৩০)।

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে শ্রমিকবাহী নসিমনের সংঘর্ষের ঘটনা ঘটে। নসিমনটি লিংক রোড থেকে মহাসড়কে উঠছিল। এ সময় সংঘর্ষে ঘটনাস্থলে মিজান নামে এক শ্রমিক নিহত হন ও ১১ শ্রমিক গুরুতর আহত হন।

পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে বদির, সুমন, সিরাজ ও লায়েক মারা যান।

গুরুতর আহত সাতজনকে কাশিয়ানী উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ও আহত শ্রমিকরা পারুলিয়া ইউনিয়নের বাসিন্দা।

এ বিষয়ে ইউনিয়নটির চেয়ারম্যান মুকিম মুন্সি জানান, তারা সবাই আমার ইউনিয়নের। প্রতিদিনের মতো আজ বিল্ডিংয়ের ঢালাইয়ের কাজ করতে নসিমনে করে গন্তব্যের দিকে যাচ্ছিলেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • সারা দেশ এর আরও খবর
error: Content is protected !!