• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২০
সর্বশেষ আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০২০

ফরিদগঞ্জে গুরুদেব সংঘের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জে গুরুদেব সংঘের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ দাসপাড়ায় সম্মেলন শেষে উত্তম চন্দ্র দাসকে সভাপতি , শ্যামল চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক , দিলীপ চন্দ্র দাসকে সাংগঠনিক ও বাবুলাল দাসকে অর্থ সম্পাদক করে তিন বছর মেয়াদী ৩১ সদস্য বিশিষ্ট ফরিদগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়।

এর আগে গুরুদেব সংঘের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক পরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শ্রী কৃষ্ণদাসের পরিচলনায় প্রধান অতিথি হিসেবে গুরুদেব সংঘের প্রধান পৃষ্ঠপোষক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ চাঁদপুরের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক দীপক কুমার চক্রবর্তী উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে গুরুদেব সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি অশোক চক্রবর্তী, ফরিদগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হিতেশ চন্দ্র শর্মা, সাধারণ সম্পাদক লিটন কুমার দাস, সাংগঠনিক সম্পাদক প্রবীর চক্রবর্তী উপস্থিত ছিলেন। এছাড়া সভায় গুরুদেব সংঘের সহসাধারণ সম্পাদক মিলন চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক অমর কুরী, সদস্য সুনীল দাস, উপদেষ্টা বিশ্বরঞ্জন দাস বক্তব্য রাখেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • ফরিদগঞ্জ এর আরও খবর
error: Content is protected !!