• ঢাকা
  • শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২০
সর্বশেষ আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০২০

প্রশিক্ষণে মানুষের পেশাগত দক্ষতা বৃদ্ধি পায় এবং কাজের অগ্রগতি হয়: আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

স্টাফ রিপোর্টার ॥

দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার ২৫ বছর পূর্তি উৎসব উপলক্ষে মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে কর্মরত সাংবাদিকদের দিনব্যাপি বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর সংবাদ পত্রিকার আয়োজনে গতকাল সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চাঁদপুর প্রেসক্লাবের ৩য় তলায় প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার উপদেষ্টামন্ডলীর সভাপতি, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল। প্রশিক্ষণ পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে এবং বাংলাদেশ প্রতিদিন ও একুশে টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি নেয়ামত হোসেনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন, সদর উপজেলা ভূমি কর্মকর্তা (এসি ল্যান্ড) ইমরান হোসেন সবুজ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, বিএম হান্নান, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক মোঃ জাকির হোসেন, দৈনিক মতলবের আলো পত্রিকার প্রধান সম্পাদক কেএম মাসুদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার যুগ্ন সম্পাদক মাওলানা মোঃ সাইফুল্লাহ।

এরপর পত্রিকায় কর্মরত সাংবাদিকদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল বক্তব্যে বলেন, প্রত্যেক মানুষই প্রতিদিন কিছু না কিছু শিক্ষাগ্রহণ করেন। প্রশিক্ষণে মানুষের পেশাগত দক্ষতা বৃদ্ধি পায় এবং কাজের অগ্রগতি হয়। প্রশিক্ষণ ছাড়া কোন কাজই শতভাগ সফলতা আসে না। তাই বাস্তব জীবনে প্রশিক্ষণের বিকল্প নেই। চাঁদপুর সংবাদ পত্রিকার ২৫ বছর পূর্তি উৎসবে সাংবাদিকদের প্রশিক্ষণের আয়োজন করায় আমি পত্রিকার সম্পাদক ও প্রকাশককে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।

প্রধান অতিথি আরো বলেন, চাঁদপুর সংবাদ পত্রিকা জেলাবাসির মন জয় করতে পেরেছে বলেই ২৫ বছর পূর্তি উৎসব পালন করছে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, যে সংবাদ দেশ ও জনগণের কল্যাণ বয়ে আনে না, সেই সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে হবে। সত্য ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে মানুষের মন জয় করুন। মানুষ আপনাকে মনে রাখবে এবং আপনার জন্য দোয়া করবে। সংবাদ প্রকাশে শতভাগ সতর্ক থাকতে হবে। একটি অসত্য ও মিথ্যা সংবাদ একজন ব্যক্তি, সমাজ, তথা দেশকে ধ্বংস করে দেয়। মিথ্যা সংবাদে গুজব ছড়ায়। জাতিকে দিক নির্দেশনা ও পথ দেখাবে সংবাদপত্র। সমাজকে এগিয়ে নেওয়ার জন্য সংবাদ পত্রের গুরুত্ব রয়েছে। অন্যান্য জেলা থেকে চাঁদপুর জেলার পরিবেশ অনেক ভালো বলেই চাঁদপুর জেলা শহর থেকে প্রায় ১ডজন দৈনিক পত্রিকা বের হয়। আমি সংবাদপত্র, সাংবাদিক ও চাঁদপুর প্রেসক্লাবের সাথে আছি এবং আগামীতেও থাকবো। আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী সাংবাদিকদের দিক নির্দেশনামূলক বক্তব্যে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তথ্য জানার অধিকার সকলের আছে। সংবাদ সংগ্রহে কৌশল অবলম্বন করতে হবে। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও জনগণকে হয়রানি করে সংবাদ সংগ্রহ করা যাবে না। যাচাই-বাছাই করে সত্য ও বস্তুনিষ্ট সংবাদ পত্রিকা অফিসে পাঠাতে হবে। একটি পক্ষ হয়ে শত্রুতা উদ্ধারে সাংবাদিকরা সংবাদ প্রকাশে সহায়তা করলে নিজের পেশার অবমাননা হবে। এই কাজ থেকে দূরে থাকতে হবে। লেখার মাধ্যমে অনেক কিছু বেরিয়ে আসে। সমাজকে সেবা দেওয়ার উত্তম মাধ্যম সাংবাদিকতা। আপনার আশেপাশের অসঙ্গতি তুলে ধরুন, সংশ্লিষ্ট কর্মকর্তাকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন বলেন, আমাদের কাজের সাথে সাংবাদিকদের কাজের সম্পৃক্ততা রয়েছে। আমাদের সাথে সাংবাদিকদের শান্তিপূর্ন সহ অবস্থান। সাংবাদিকরা শুরু করেন, আর আমরা সমাপ্তি ও সংশোধনের পথে এগিয়ে যাই। আমরা প্রত্যেকটি কাজ করি সমাজ, রাষ্ট্র ও মানুষের কল্যাণের জন্য। পত্রিকা থেকে আমরা অনেক তথ্য পাই। চাঁদপুর সংবাদ পত্রিকা আরো এগিয়ে যাবে সেই কামনা করছি। বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা ভূমি কর্মকর্তা (এসি ল্যান্ড) ইমরান হোসেন সবুজ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। এটি একটি মহান পেশা। তাদের দায়বদ্ধতা সাধারণ মানুষের চেয়ে বেশি। সত্যের প্রতি দায়বদ্ধতা থেকে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে দেশের কল্যাণ বয়ে আনবেন। বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন বলেন, কোন প্রকার সরকারি বিজ্ঞাপন ছাড়া চাঁদপুর সংবাদ পত্রিকা নিরলসভাবে ২৫টি বছর সুনামের সাথে প্রকাশনা অব্যাহত রেখেছেন, আমি ধন্যবাদ জানাই সংবাদ পরিবারকে। আগামীতে ৫০ বছর পূর্তি পালন করবে সেই প্রত্যাশা করছি।। বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান বলেন, যেই কাজটি আমি পারিনি, সেই কাজ চাঁদপুর সংবাদের সম্পাদক করেছেন, তাকে ধন্যবাদ জানাই। ২৫টি বছর পার করা সহজ কথা নয়। বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা বলেন, আমার আজকের অবস্থানের জন্য চাঁদপুর সংবাদ পত্রিকার সম্পাদকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ, এই পত্রিকার মাধ্যমেই আমার সাংবাদিকতা শুরু। বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। এটি একটি কঠিন পেশা। এ পেশার মাধ্যমে সমাজকে অনেক কিছু দেয়া সম্ভব। বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক মোঃ জাকির হোসেন বলেন, হাঁটি হাঁটি পা পা করে চাঁদপুর সংবাদ ২৫ বছর পার করলো। পত্রিকা নিয়মিত প্রকাশনা করা কঠিন বিষয়। চাঁদপুর সংবাদকে অভিনন্দন। বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক মতলবের আলো পত্রিকার প্রধান সম্পাদক কেএম মাসুদ বলেন এই পত্রিকার মাধ্যমে আমার সাংবাদিকতা শুরু। আমি কৃতজ্ঞ পত্রিকার সম্পাদক ও প্রকাশকের কাছে। দিনভর প্রশিক্ষণ প্রদান করেন, বিটিভি ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা। প্রশিক্ষণে অংশ নেন চাঁদপুর সংবাদের প্রধান নির্বাহী সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী, যুগ্ম-সম্পাদক মাওলানা সাইফুল্লাহ, বার্তা সম্পাদক শাখওয়াত হোসেন সুমন, বিশেষ প্রতিনিধি রাফি পাটওয়ারী, সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, চীপ ফটোগ্রাফার মোঃ জাবেদ হোসেন, স্টাফ রিপোর্টার খোরশেদ আলম, শ্যামল সরকার, মোঃ মনির হোসেন, সাইফুল ইসলাম, মোঃ রহমত আলী রিপন, মতলব উত্তর প্রতিনিধি জাকির হোসেন বাদশা, ফরিদগঞ্জ প্রতিনিধি ফরিদুল আলম রুপন, জাকির হোসেন, ফারুক হোসেন, কচুয়া প্রতিনিধি সত্যেন চন্দ্র সেন, রাজিব চন্দ্র শীল, হাইমচর প্রতিনিধি সাহাদাত, শাহরাস্তি প্রতিনিধি হাসান আহমেদ প্রমুখ।

 

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!