• ঢাকা
  • রবিবার, ২১শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২০
সর্বশেষ আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০২০

শাস্তির মুখে ভারত

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

নিউজিল্যান্ডের বিপক্ষে ৫-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস লিখেছে ভারত। কিউই দুর্গে এই প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারতীয় দল।

এবার সেই ইতিহাস পাল্টে ফেললেন কোহলি ব্রিগেড। নিউজিল্যান্ডকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছেন তারা। তবে আনন্দের মধ্যেও দুঃসংবাদ পেয়েছেন সফরকারীরা।

স্লো ওভার রেটের কারণে তাদের শাস্তি দিয়েছে আইসিসি। ভারতীয় দলের ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নিয়েছে তারা। সিরিজের শেষ ও পঞ্চম টি-টোয়েন্টিতে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করেছেন মেন ইন ব্লুরা। মূলত এ কারণেই তাদের শাস্তির মুখে পড়তে হয়েছে।

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানিয়েছে,ক্রিকেটারদের জন্য তৈরি আইসিসির ২.২২ ধারায় স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে ভারত। ফলে দলের ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেয়া হয়েছে।

এ নিয়ে সিরিজে টানা দ্বিতীয়বার ভুল করল টিম ইন্ডিয়া। চতুর্থ টি-টোয়েন্টিতে কোহলির অধিনায়কত্বেও স্লো ওভার রেটের কারণে তাদের ম্যাচ ফির ৪০ শতাংশ কর্তন করা হয়।

এ ম্যাচে ভারতের নেতৃত্বে ছিলেন রোহিত। ব্যাটিংয়ের সময় পায়ের পেশিতে চোট পান তিনি। যে কারণে ৬০ রানে করে অবসর নেন হিটম্যান। পরে লোকেশ রাহুল অধিনায়কত্ব করেন। তাতে ৭ রানের রোমাঞ্চকর জয় পায় তারা।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • খেলাধুলা এর আরও খবর
error: Content is protected !!