• ঢাকা
  • শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২০
সর্বশেষ আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০২০

মতলব উত্তর উপজেলায় আমন ধান সংগ্রহ অভিযান শুরু

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

মনিরুল ইসলাম মনির :

মতলব উত্তর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে আমন ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার সুজাতপুর বাজারে অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াত।
সভাপত্বির বক্তব্যে ইউএনও এএম জহিরুল হায়াত বলেন, শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকরা অনেক কষ্টে ধান উৎপাদন করেন। তাই কৃষকরা যেন ধানের ন্যায্য মূল্য পান সেজন্য সরাসরি তাদের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে। এক্ষেত্রে তারা যেন কোন প্রকার হয়রানির শিকার না হয়, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। ইউএনও বলেন, সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা সরকারের একটি বিশেষ কার্যক্রম। এ কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। কৃষকরা হলো জাতির প্রাণ। তাই সকলে মিলে কৃষকদের স্বার্থে কাজ করতে হবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আইয়ুব আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সালাউদ্দিন, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক জিএম ফারুক, গোডাউন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জামাল উদ্দিন প্রমুখ। উপস্থিত ছিলেন, সুলতানাবাদ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সাইফুল ইসলাম (স্বপন), সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, ফতেপুর পূর্ব ইউনিয়ন কৃষকলীগের সভাপতি এমরান হোসেন চৌধুরী রাজু, ফতেপুর পশ্চিম ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ইলিয়াছুর রহমান, ইসলামাবাদ ইউনিয়ন খাদ্য ডিলার প্রভাষক মোস্তফা কামাল, ব্যবসায়ী সাহাবুদ্দিন, উপসহকারি কৃষি কর্মকর্তা স্বপন, উপসহকারি কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম, কৃষক জাহাঙ্গীর আলমসহ কৃষকবৃন্দ ও বাজারের ব্যবসায়ীবৃন্দ।
চলতি আমন মৌসুমে মতলব উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে ১ হাজার ১শ ৪৮ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ২৬ টাকা দরে ধান ক্রয় করা হচ্ছে। এ জন্য ইতোমধ্যে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • মতলব উত্তর এর আরও খবর
error: Content is protected !!