• ঢাকা
  • শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২০
সর্বশেষ আপডেট : ২৮ জানুয়ারি, ২০২০

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট উবি’র এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, অধ্যক্ষ মো. আবু ছাইদ।

মোহাম্মদ হাবীব উল্যাহ্:

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের ২০২০ খ্রিস্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীদের বিদায় ও তাদের সফলতা কামনায় মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে এ মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কোরআন তেলওয়াত, মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মহিউদ্দিন নাজমুস শাহাদাত।

এরপর শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, হাজীগঞ্জ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মো. আনোয়ার উল্যাহ্, হাজীগঞ্জ কমার্স কলেজের উপাধ্যক্ষ মো. খালেদ হোসাঈন মজুমদার।

অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন, আবুল কালাম, শহীদ উল্যাহ মৃধা, কাজী মনির হোসেন। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম, মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমান, শাহাজাহান মুন্সী, জহিরুল ইসলাম প্রমুখ।

শিক্ষার্থী জিহানুন জাহির মীম ও অর্নব দে’র যৌথ পরিচালনায় আলোচনা সভায় বিদায়ী পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, তাসনিম ফেরদৌস। মানপত্র পাঠ করেন, শাফিন রহমান।অধ্যয়নরতদের পক্ষে বক্তব্য রাখেন, ফয়সাল বিন ফেরদৌস, ইরফান জামান সিয়াম, শাহরিন জাহান, আলআমিন রুম্মান, মোহসিনা সাদিয়া, মো. রহমত উল্যাহ্, সুমাইয়া আরিফ।

এ সময় অন্যান্য অতিথিবৃন্দ, জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, পরীক্ষার্থী, অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • হাজীগঞ্জ এর আরও খবর
error: Content is protected !!