• ঢাকা
  • শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২০
সর্বশেষ আপডেট : ২৫ জানুয়ারি, ২০২০

কচুয়ার চাপাতলী লতিফিয়া ফাজিল মাদ্রাসায় বিদায়ী শিক্ষার্থী সংবর্ধনা ও মিলাদ মাহফিল

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

কচুয়া প্রতিনিধি ॥
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী চাপাতলী লতিফিয়া ফাজিলা মাদ্রাসা ২০২০ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,গভর্নিংবডির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. হেলাল উদ্দিন বলেন, ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি মুখে যা বলেন বাস্তবে তা পরিণত করেন। মহীউদ্দীন খান আলমগীর এমপি’র আন্তরিক প্রচেষ্টায় প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে এ মাদ্রাসায় অত্যাধুনিক নতুন ভবন নির্মিত হচ্ছে। এজন্য এলাকাবাসীর পক্ষ থেকে মহীউদ্দীন আলমগীর এমপি মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা জানাই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসার গভর্নিংবডির সহ-সভাপতি মো: আমির হোসেন, প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, মাদ্রাসার উপাধ্যক্ষ মো: মনিরুজ্জামান। পরে মাদ্রাসা শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। এসময় ইসলামপুর সরকারি প্রাথমকি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তাফাজ্জল হোসেন মানিক,কচুয়া প্রেসক্লাবের সভাপতি জিসান আহমেদ নান্নু,জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ উদ্দিন,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আতাউল করিম রতনসহ মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

error: Content is protected !!