• ঢাকা
  • শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২০
সর্বশেষ আপডেট : ১৪ জানুয়ারি, ২০২০

কচুয়ায় তীব্র শীতে জবুুথবু সাধারন মানুষ

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥
কচুয়ায় তীব্র শীতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ায় দিনের অর্ধেক বেলা এবং রাতে ঘর থেকে বের হতে পারছে না লোকজন। সন্ধ্যা হতেই ঘরমুখো হচ্ছে মানুষ। সবচেয়ে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষেরা।
প্রচন্ড শীতের কারণে কাজে বের হতে পারছে না শ্রমজীবী লোকজন। যারা জীবিকার তাগিদে বাধ্য হয়ে কাজে বের হচ্ছেন তাদের অনেকে কর্মস্থলে খড় কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। বিশেষ করে প্রান্তিক মানুষজন গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন
কথা হয় রিকশাচালকদের সঙ্গে। তারা জানান, প্রচণ্ড শীত, কুয়াশা ও বাতাসের কারণে সকাল থেকে মানুষজন রাস্তায় বের হয় না। আমাদেরও ভাড়া নেই। এভাবে শীত বাড়তে থাকলে আমাদের কষ্ট আরও বেড়ে যাবে। উপার্জন করতে না পারলে সংসার কীভাবে চলবে?
এদিকে কথা হয় স্থানীয় কৃষকদের সঙ্গে। তারা জানান, এভাবে শীতের তীব্রতা বাড়লে আমাদের ফসলের অনেক ক্ষতি হবে। এরকম ঘন কুয়াশা আর দুই একদিন থাকলে আলু, সরিষার ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

error: Content is protected !!