• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২০
সর্বশেষ আপডেট : ৯ জানুয়ারি, ২০২০

নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্য হলো খালেদা জিয়ার মুক্তি: শেখ ফরিদ আহম্মেদ  মানিক

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

হাইমচর প্রতিনিধি:

হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে হাইমচর উপজেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহম্মেদ  মানিক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা সকলে নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন। যদি কেউ ভোট দিতে বাধা প্রদান করে তাহলে প্রতিবাদ করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবেন। কারণ এই নির্বাচনে অংশ গ্রহনে করার উদ্দেশ্যে হচ্ছে আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তির আন্দোলন।

উত্তর আলগী ইউনিয়ন বিএনপির সভাপতি আমিন উল্লা বেপারীর সভাপতিত্বে ও গাজী হারুন অর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, সেলিমুস সালাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর আলম।

আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সভাপতি আবুতাহের পাটওয়ারী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক,যুবদলের সভাপতি আজিজুল হক বাবুল,সাধারন সম্পাদক জহিরুল ইসলাম মাঝি, ছাত্রদলের সভাপতি ছলেমান ,সাধারন সম্পাদক ফয়সাল আখন, ইউনিয়ন বিএনপি সভাপতি জয়নাল আবদীন মাস্টার, সাধারন সম্পাদক নজির আহম্মেদ দেওয়ান,উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি জসিম গাজী, সাধারন সম্পাদক আলীয়াকবর টেলু পাটওয়ারীসহ সকল নেতৃবৃন্দ।

এ সময় ধানের শীষ প্রতীকের চেয়ারম্যন প্রার্থী ইসহাক খোকন, ভাইস চেয়ারম্যান প্রার্থী জিএম ফজলুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফাতেমা বেগমসহ বহু নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আগামী ১৩ জানুয়ারি হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষ্যে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার উত্তর আলগী ইউনিয়নের গাজীর বাজারে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • রাজনীতি এর আরও খবর
error: Content is protected !!