• ঢাকা
  • শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২০
সর্বশেষ আপডেট : ৪ জানুয়ারি, ২০২০

পুলিশের দ্বারে দ্বারে ঘুরতে হয় না, আপনাদের ওসি আপনাদের দৌরগড়ায়: মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

শরীফুল ইসলাম:
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে চাঁদপুর মডেল থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং কার্যক্রম ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়নের জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ,  জঙ্গিবাদ, সন্ত্রাস ও কিশোর গ্যাং অপরাধীদের প্রতিরোধকল্পে  সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন।

তিনি তার বক্তব্য বলেন, চাঁদপুরের মানুষ কমিউনিটি পুলিশিং কে ভালোবাসে। আপনাদের জন্যই এখানে সারাদেশের মধ্যে এর কার্যক্রম ভালো। এখানে কাজ করারমত স্থান রয়েছে। স্বেচ্ছাশ্রম আপনাদের মনে লালন পালন করছেন বলেই আমরা কাজ করতে পারছি। অপরাধ কমিয়ে আনার বিষয়ে আমার স্বোচ্ছার হয়ে কাজ করছি। আপনারা আমাদের সহযোগিতা করলে কাজের ধারাবাহিকতা বেড়ে যাবে। আমি আশা করি আপনাদের কাজের মাধ্যমে মাদক, সন্ত্রাস,  বাল্যবিবাহ, কিশোর গ্যাং নিমূল হবে। আপনারা মাদকের বিষয়ে চুপ থাকবেন না। জনগন সকল ক্ষমতার অধিকারী। তাই আপনারা সকল ক্ষেত্রে কাজ করুন। আপনাদের জন্য আমরা আছি। আপনাদের ওসি আপনাদের দৌরগড়ায়। এখন আর পুলিশের দ্বারে দ্বারে ঘুরতে হয় না। আপনাদের সেবা দিতে পুলিশ আপনাদের কাছে চলে আসবে এবং আপনাদের সমস্যা সমাধান করবে।

শাহমাহমুদপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি আব্দুল হান্নান খান মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কামাল হাজীর পরিচালায় বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং এর উপদেষ্টা গিয়াসউদ্দিন মিলন, সোহেল রুশদী,  চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং এর সভাপতি সালেহ উদ্দিন জিন্নাহ,  মডেলা থানার ওসি তদন্ত হারুনুর রশীদ, কমিউনিটি পুলিশিং সিপিআই আব্দুর রব, শাহমাহমুদপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর উপদেষ্টা মাসুদুর রহমান নান্টু, আব্দুল হান্নান সবুজ, মডেল থানার এসআই মো. হানিফ, ইউপি সদস্য আনোয়ার হোসেন খোকা পাটওয়ারী, কামরুল ইসলাম মোল্লা, কমিউনিটি পুলিশিং ওয়ার্ড সভাপতি শাহজাহান হাওলাদার সাজু, ইউনিয়ন  ছাত্রলীগ সভাপতি মো. মামুন আল হাসান, শাহমাহমুদপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং নেত্রী ফিরোজা বেগম, বিলকিস বেগম, ইয়াসমিন বেগম।

এ সময় বক্তারা বলেন,চাঁদপুরে কমিউনিটি পুলিশিং কাজ করছে গতিশীলতা করতে নিয়মিত মিটিং করতে হবে। সকলে স্বেচ্ছায় শ্রম দিতে হবে। শুধু কমিউনিটি পুলিশের লোক হলেই কাজ করতে হবে তা নয়, সকলে সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে। সসাজিক ব্যাধি প্রতিরোধ করতে হবে। কমিউনিটি পুলিশিং এর সাথে কেউ অনৈতিক কর্মকান্ডে জড়াকে পারবে না। আমরা সকলে এক থাকলে কেউ খারাপ কাজে সম্পৃক্ত হওয়ার সাহস পাবে না। আমাদের একটাই শপত থাকতে হবে, আমরা কোন অন্যায়কে প্রশ্রয় দিবো না। আমরা আমাদের সন্তানদের খোজ খবর রাখতে হবে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

error: Content is protected !!