• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৯ মে, ২০২০
সর্বশেষ আপডেট : ১৯ মে, ২০২০

শাহরাস্তিতে ইঞ্জিঃ সফিকুর রহমানের পক্ষে সাড়ে ৫ হাজার পরিবারকে খাদ্য  সামগ্রী বিতরণ শুরু

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তিতে  ইঞ্জিনিয়ার শফিকুর রহমানের পক্ষে  সাড়ে পাঁচ হাজার  পরিবারের মাঝে   খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে, চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিঃ সফিকুর রহমানের (সিআইপি) অর্থায়নে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সহযোগিতায় শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলার ৫ হাজার ৫শ’ পরিবারের মাঝে ত্রাণ ও ঈদসামগ্রী বিতরণ কার্যত্রুম শুরু হয়েছে।
এ উপলক্ষে ইঞ্জিঃ সফিকুর রহমানের শাহরাস্তি উপজেলা সদরস্থ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু। তিনি জানান, যে কোনো দুর্যোগ ও সমস্যায় জননেতা ইঞ্জিঃ সফিকুর রহমান শাহরাস্তি-হাজীগঞ্জ উপজেলার জনগণের পাশে এসে দাঁড়ান। তিনি সবসময়ই জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দেশে লকডাউনের পর থেকে তিনি প্রায় ২০ হাজার হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেন। উপজেলা আওয়ামী লীগের ত্রাণ কার্যক্রমেও তাঁর অবদান ছিলো। দুটি উপজেলার প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগ কর্মীদের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় ও দুঃস্থ মানুষের ঘরে এ উপহার পৌঁছে দেয়া হবে।
ঐদিন  প্রধান অতিথি হিসেবে  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মোঃ কামরুজ্জামান মিন্টু  পৌরসভার ৫ জন  নাগরিকের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন তুষার, দপ্তর সম্পাদক সদ্য কারামুক্ত সফিউল আযম স্বপন,  উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও আওয়ামী লীগ নেতা এফ কাদের বাবু, জাকির হোসেন প্রমুখ।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • শাহরাস্তি এর আরও খবর
error: Content is protected !!