• ঢাকা
  • শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৯

বাবুরহাটে ৩৩ মন নিষিদ্ধ পলিথিন জব্দ

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

চাঁদপুর, ২৩ ডিসেম্বর, সোমবার:

চাঁদপুর পরিবেশ অধিদপ্তর ও কোস্টগার্ডের যৌথ উদ্যোগে শহরের বাবুরহাট এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সাড়ে ৩৩ মন (১৩৪০ কেজি) পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাবুরহাট বাজার সংলগ্ন মেইন রোড থেকে অভিযান চালিয়ে এসব পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপপরিচালক এ.এইচ.এম. রাসেদ, পরিদর্শক উত্তম কুমার, কোষ্টগার্ডের পেটি অফিসার এম, এ মালেক, পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী মোঃ মোবারক হোসেন, কোষ্টগার্ড ও পরিবেশ অধিদপ্তরের সদস্যবৃন্দ।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপপরিচালক এ.এইচ.এম. রাসেদ বলেন, অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ১৩৪০ কেজি পলিথিন বিধিসম্মতভাবে ডিসপোজালের জন্য পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

error: Content is protected !!