• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৯

হাজীগঞ্জে বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

মোর্শেদ আলাম॥
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজনে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড সম্পন্ন হয়েছে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার ১৯ডিসেম্বর হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড ও পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মেলায় মাধ্যমিক স্কুল ও কলেজসহ ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্টল দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী এবং অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। মেলা স্টলে প্রদর্শিত বিজ্ঞান ও প্রযুক্তি সমৃক্ত বিভিন্ন বিষয় তিনি দেখেন এবং শিক্ষার্থীরা তা বুঝিয়ে বলেন।

মেলায় প্রদর্শিত স্টল ও অলিম্পিয়াড প্রতিযোগিতায় নির্বাচক মন্ডলীর দায়িত্ব পালন করেন, হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান মিন্টু, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আব্দুল গণি, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার সুনির্মল দেউড়ি।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ আবু ছাইদ, অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন ভূঁইয়া, সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন, সাংবাদিকবৃন্দ, স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ এবং বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।

মেলায় অংশ গ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো, হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ, হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ, হাজীগঞ্জ ডিগ্রী কলেজ, নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ, বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ, রামপুর উচ্চ বিদ্যালয়, নাসিরকোট উচ্চ বিদ্যালয়, সুহিলপুর উচ্চ বিদ্যালয়, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং আল কাউসার স্কুল।

মেলার সমাপনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য. বিজ্ঞান সম্মত জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ’ ‘শেখ হাসিনার দর্শন সব মানুষের উন্নয়ন’-এ আদর্শিক স্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে সরকার, জনপ্রতিনিধিবৃন্দ ও প্রশাসন নিরলসভাবে কাজ করছেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • হাজীগঞ্জ এর আরও খবর
error: Content is protected !!