• ঢাকা
  • বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৯

ভারতে বিভিন্ন প্রদশে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ নিহত ৬

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের

ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের পুলিশের সঙ্গে সংঘর্ষে ৬ বিক্ষোভকারী নিহত হয়েছেন। শুক্রবার উত্তর প্রদেশের বিজনরে ২ জন এবং সাম্ভাল, ফিরোজাবাদ, মিরাট ও কানপুরে একজন করে নিহত হয়েছে বলে জানিয়েছে রাজ্য পুলিশ। খবর এনডিটিভির।

তবে উত্তরপ্রদেশের পুলিশ প্রধান ওপি সিং দাবি করেন, পুলিশের বন্দুক থেকে একটি গুলিও বের হয়নি। তারা কোনো বিক্ষোভকারীর ওপর একটিও গুলি চালায়নি। বরং বিক্ষোভকারীরায় পুলিশের ওপর হামলা চালিয়েছে।

এদিকে বিক্ষোভ দমাতে দেশটির রাজধানী দিল্লিসহ কয়েকটি রাজ্যে বিভিন্ন নিষেধাজ্ঞা ও ১৪৪ ধারা জারির পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভকারীরা রাজপথে নেমে আসে। পুলিশ তাদের ঠেকাতে লাঠিচার্জ ও কাঁদানি গ্যাস ছুঁড়ে। ইতিমধ্যে কয়েক হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে রাজনীতিক, ইতিহাসবিদসহ বিশিষ্ট ব্যক্তিদেরও।

এ নিয়ে গত কয়েকদিনে ভারতে বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হলেন।

নিষেধাজ্ঞা জারি করে উত্তরপ্রদেশের পুলিশ প্রধান ওপি সিং সাধারণ মানুষকে বিক্ষোভ কার্যক্রম থেকে দূরে থাকতে আহ্বান জানান। পুলিশের নিষেধাজ্ঞায় বলা হয়, এক জায়গায় চারজনের বেশি মানুষ একত্রিত হতে পারবে না।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • আন্তর্জাতিক এর আরও খবর
error: Content is protected !!