• ঢাকা
  • শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৯

মতলব উত্তরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিজয় দিবস পালিত

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

মনিরুল ইসলাম মনির :
ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল স্বাধীন বাংলাদেশ। দীর্ঘ নয় মাস যুদ্ধ শেষে হানাদার মুক্ত হয়েছিল সোনার বাংলা। মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
১৬ ডিসেম্বর সোমবার এ উপলক্ষ্যে উপজেলা চত্ত্বরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছে, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মতলব উত্তর থানা, মতলব উত্তর প্রেস ক্লাব, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব, শিক্ষক সংগঠন, উপজেলা যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, ক্রীড়া সংস্থা, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, উপজেলা সাবেক ছাত্রলীগ ঐক্য পরিষদ, উপজেলা সরকারী কর্মচারী পরিষদসহ বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
এছাড়াও উপজেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কোরআন তেলোয়াত, গীতা পাঠ, জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, কুচকাওয়াজ, ডিসপ্লে ও পুরস্কার বিতরণী। বর্ণাঢ্য এসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে এ মহান বিজয় দিবস।
এদিকে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. রুহুল আমিন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন পাটোয়ারী, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন মৃধা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক প্রমুখ। পরিচালনায় ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়া ও এ্যাডভোকেট জসিম উদ্দিন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা বিজয়ী জাতি একথা সবসময় মনে রাখতে হবে। এক মুহূর্তের জন্য ভুললে চলবে না।’ তিনি মুক্তিযুদ্ধের মহান শহীদ এবং সম্ভ্রমহারা মা-বোনদের এবং দেশের অভ্যন্তরে যারা মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, বৃহত্তর মতলব মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা রতন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সিরাজুল ইসলাম লস্কর, শহীদ উল্লাহ প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, সহ-সভাপতি হাজী মনির হোসেন বেপারী, ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার, মুক্তিযোদ্ধা মোহাম্মদ নান্নুু মিয়া, গজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. হানিফ দর্জি, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী সভাপতি মাহবুব প্রধান, কলাকান্দা ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম কাদির মোল্লা, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মো. আলা উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, ছাত্রলীগের সাবেক আহবায়ক এ্যাড. মহসিন মিয়া মানিক, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জেলা স্বেচ্ছাস্বেকলীগের সদস্য বোরহান উদ্দিন ডালিম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব এ্যাড. আক্তারুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, মাজহারুল ইসলাম মিজান, এ্যাড. সেলিম মিয়া’সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • মতলব উত্তর এর আরও খবর
error: Content is protected !!