• ঢাকা
  • শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৯

জাতির জনক বঙ্গবন্ধুর ডাকেই স্বাধীন হয়েছিল বাংলাদেশ: মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

মো. মহিউদ্দিন আল আজাদ:
চাঁদপুরের হাজীগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত নাসিরকোটে ১০ দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার বিকেলে নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর ডাকেই স্বাধীন হয়েছিল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্ম না হলে হয়তোবা আমাদের পরাধীনই থাকতে হতো।
তিনি বলেন, মুক্তিযুদ্ধরা জাতির শ্রেষ্ঠ সন্তান। এ নাসিরকোটে ৯জন শহীদ বীর মুক্তিযোদ্ধা শায়িত আছে। যাদের আত্মত্যাগ কখনো ভুলার নয়।
তিনি বলেন, বাংলাদেশর স্বাধীনতার ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এজন্য ১০ দিনব্যাপী বিজয় মেলার প্রতিদিনই মুক্তিযোদ্ধা স্মৃতিচারণ থাকলে ভালো হবে। এতে মুক্তিযুদ্ধ প্রসঙ্গে নতুন প্রজন্ম জানতে পারবে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. এ কে এম শাহাজাহানের সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বকাউলের পরিচালনায় উদ্বোধনীয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দীন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন, নাসিরকোট শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. সাইফুল আলম, কালচোঁ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকতারুজ্জামান মিকন, সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, ইউপি সচিব নুরুল ইসলাম মোল্লা।
উল্লেখ্য, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে হাজীগঞ্জের নাসিরকোটে ৯জন শহীদকে কবর দেয়া হয়। তাদের স্মৃতি রক্ষার্থে এ প্রথম ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ বিজয় মেলা অনুষ্ঠিত হয়। বিজয় মেলায় মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘরসহ মোট ১৫টি স্টল, নাগরদোলাসহ প্রতিদিন বিকাল ৩টা থেকে থাকবে মুক্তিযুদ্ধাদের স্মৃতিচারণ।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • হাজীগঞ্জ এর আরও খবর
error: Content is protected !!