• ঢাকা
  • মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৯

গাজীপু‌রে ফ্যান কারখানায় অগ্নিকাণ্ডে ১০ শ্রমিকের করুণ মৃত্যু

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

অনলাইন ডেস্ক:

গাজীপু‌র সদর উপজেলার এক‌টি ফ্যান কারখানায় অগ্নিকা‌ণ্ডের ঘটনায় ১০ অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। রোববার সন্ধ্যায় উপজেলার বারিয়া ইউনিয়নের কেশরিতা এলাকায় লাক্সারি কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার পর কারখানার ভেতর থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয় বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান। এখনো হতাহতদের পরিচয় জানা যায়নি।

গাজীপুর ফায়ার সা‌র্ভি‌সের উপ-সহকারী প‌রিচালক মো. মামুনুর র‌শিদ যুগান্তরকে জানান, সন্ধ্যায় গাজীপুর সদর উপ‌জেলার কেশরিতা এলাকায় লাক্সারি ফ্যান কারখানার তৃতীয় তলায় আগুন লা‌গে। খবর পে‌য়ে জয়‌দেবপুর ফায়ার সা‌র্ভি‌সের ৪টি ইউ‌নিটের কর্মীরা ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ১০ জনের লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষ‌ণিক আগুন লাগার সূত্রপাত জানা যায়‌নি। ওই কারখানায় ৭০ জনের মতো শ্রমিক কাজ করছিলেন বলে তিনি জানান।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর
error: Content is protected !!