• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ৯ ডিসেম্বর, ২০১৯

শাহরাস্তির বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

মোঃ জামাল হোসেনঃ

শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ ডিসেম্বর উপজেলার ইউনিয়নগুলোর ওয়ার্ড পর্যায়ে উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।
রায়শ্রী (দঃ) ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উৎসব মুখর পরিবেশে বিজয়পুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে বিনা প্রতিধন্দিতায় মোঃ ফজলুল হক ও প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক মোঃ জুয়েল নির্বাচিত হন। এছাড়াও বিকেল ৩টায় একই ইউপির ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ঘুঘুচপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে ভোটারদের ভোটে ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান পাটোয়ারী নির্বাচিত হন।
চিতোষী পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলগের সম্মেলন মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ কবির হোসেন মাস্টার ও সাধারণ সম্পাদক মোঃ সফিউল্যাহ পাটোয়ারী নির্বাচিত হন।

রায়শ্রী উঃ ইউনিয়নের সকাল ১০টায় ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতন হয়। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ তাজুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক ইউপি সদস্য মনির হোসেন চৌধুরী নির্বাচিত হন। বিকাল ৩টায় ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন দাদিয়াপাড়া স্কুলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতি মোঃ জামাল হোসেন খান, বিনাপ্রতিধন্দিতায় সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নুরু নির্বাচিত হয়।
মেহের উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন কাকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতি মোঃ অহিদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, বিকাল ৩টায় ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন তারাপুর গ্রামে অনুষ্ঠিত হয়। এতে সভাপতি মোহাম্মদ আলী কালু, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল পাটোয়ারী নির্বাচিত হন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও মেহার ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ(অবঃ) এমএ আউয়াল মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোস্তফা কামাল, পৌর আওয়ামীলীগের সাবেক আহ্বায়ক, আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মোঃ রেজাউল করিম মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন তুষার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ নিমাই চন্দ্র পাল, সাধারণ সম্পাদক ডাঃ আব্দুর রাজ্জাক, সভাপতি বীর মুক্তিযুদ্ধা মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মানিক, সভাপতি মোঃ মশারফ হোসেন মুশু, সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন মিজান, সভাপতি আলহাজ্ব জাবেদ হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক ডাঃ মাহবুব আলম, আওয়ামীলীগ নেতা মোঃ আমিনুল ইসলাম খোকন, সাবেক ছাত্র নেতা মোঃ হুমায়ুন কবির হিরো, মোঃ মহসিন পাটোয়ারী, যুবলীগের সাবেক আহ্বায়ক মোঃ শাখাওয়াত হোসেন, যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম রায়হান মোঘল, যুবলীগ নেতা রায়হান মোঘল, মোঃ আবুল হোসেন শান্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এফ কাদের বাবু, সাবেক যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম রকি, সাবেক ছাত্রলীগ নেতা সম্ভাব্য চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপার্থী মোঃ মনির হোসেন পাটোয়ারী, আলমগীর হায়দার সহ-অন্যান্য নেতৃবৃন্দ। আগামী ১৫ দিনের মধ্যে অত্র ওয়ার্ডের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ইউনিয়ন নেতৃবৃন্দের নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হল।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • শাহরাস্তি এর আরও খবর
error: Content is protected !!