• ঢাকা
  • রবিবার, ১৪ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ৮ ডিসেম্বর, ২০১৯

দুর্দান্ত খেলে সোনা জিতলো বাংলাদেশ নারী ক্রিকেট দল

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

ক্রীড়া ডেস্ক:

দুর্দান্ত খেলে এশিয়া কাপে সোনা জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শেষ ১৮ বলে মাত্র ১৬ রান দরকার ছিল শ্রীলংকা নারী ক্রিকেট দলের। হাতে ছিল পাঁচ পাঁচটি উইকেট। কিন্তু বাংলাদেশ নারী ক্রিকেট দল শেষটায় দুর্দান্ত দৃড়তা দেখাল। শেষ তিন ওভারে ১৩ রান দিয়ে তুলে নিল প্রতিপক্ষের চার উইকেট। এশিয়ান গেমস ক্রিকেটে মাত্র দুই রানে শ্রীলংকাকে হারিয়ে নিশ্চিত করল স্বর্ণ।

শেষ ওভারে জয়ের জন্য শ্রীলংকার ৭ রান দরকার ছিল। দলকে জেতানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন নারী দলের অধিনায়ক সালাম খাতুন। তিনি দেন মাত্র ৪ রান। শেষ ওভারে তুলে নেন দুই উইকেট। বাংলাদেশ ভাসে জয়ের আনন্দে।

অথচ ফাইনালে শুরুতে ব্যাট করে শ্রীলংকার সামনে মাত্র ৯২ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ নারী দল। ব্যাটিংটাকে বিবর্ণ বলতেই হয়। শ্রীলংকা জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলতে পারে ৮৯ রান। এসএ গেমসে এটি বাংলাদেশের ১১তম স্বর্ণ। রোববারই বাংলাদেশ জিতল চতুর্থ স্বর্ণ।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • খেলাধুলা এর আরও খবর
error: Content is protected !!