• ঢাকা
  • শনিবার, ১৩ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ৩ ডিসেম্বর, ২০১৯

স্বামী-স্ত্রী হিসেবে দায়িত্ব পালনে নতুন ইতিহাস গড়লেন কচুয়া ও ফরিদগঞ্জের ইউএনও

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

অনলাইন ডেস্ক:

চাঁদপুরে স্বামী স্ত্রীর একই জেলার দুই উপজেলার প্রধান নিবার্হী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের নতুন ইতিহাস গড়েছেন। কচুয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা দীপায়ন দাস শুভ ও ফরিদগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা শিউলী হরি।

গত ৩ নভেম্বর কচুয়া উপজেলার নিবার্হী কর্মকর্তা হিসেবে দীপায়ন দাস শুভ যোগদানের একমাস পর গত ১ ডিসেম্বর শিউলী হরি ফরিদগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা হিসেবে যোগদানের কারণে এই ঘটনা ঘটে।

জানা গেছে, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় জন্ম নেয়া দীপায়ন দাস শুভ দীপায়ন ৩১তম বিসিএস এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। ২০১৩ সালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে তার প্রথম যোগদান। সর্বশেষ তিনি বরগুনা জেলার তালতলী উপজেলা থেকে কচুয়া উপজেলায় বদলি হয়ে আসেন।

অন্যদিকে গত ১ ডিসেম্বর শিউলী হরি ফরিদগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নিবার্হী অফিসার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি বড়গুনা জেলার বামনা উপজেলার ইউএনও হিসেবে কর্মরত ছিলেন।

সাতক্ষিরা উপজেলা তালা উপজেলার সন্তান। ৩১তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে ২০১৩ সালে ফিরোজপুর জেলায় সহকারি কমিশনার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ময়মনসিংহ বিভাগে সহকারি কমিশনার হিসেবে এবং ফুলবাড়িয়া উপজেলায় সহকারি কমিশনার (ভুমি) হিসেবে কর্মরত ছিলেন। জেলার দুইটি উপজেলার সর্বোচ্চ এই দুই কর্মকর্তা ব্যক্তিগত জীবনে এক পুত্র সন্তানের জনক জননী।

এদিকে চাঁদপুরের ৮ উপজেলার মধ্যে ৭ উপজেলাই সামলাচ্ছে ৭ নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা। একমাত্র পুরুষ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি’র স্বামী।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

error: Content is protected !!