• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ২০ নভেম্বর, ২০১৯

শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো পাঠদান করাতে হবে:জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

স্টাফ রিপোর্টার॥
চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার মান উন্নয়ণে কাজ করছে সরকার। শিক্ষার মান উন্নয়ণে শিক্ষকদের বেতন বৃদ্ধি করছে। স্কুল কলেজ ও মাদরাসায় নতুন নতুন ভবন তৈরী করছে। মঙ্গলবার দুপরে হাজীগঞ্জের বলাখাল ডিগ্রি কলেজে বিজয় ফুল ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো আন্তরিকতার সাথে পাঠদান করাতে হবে। তাহলে শিক্ষার মান বাড়বে। ফলাফল ভালো হবে। আপনারা যদি শিক্ষার মান ধরে রাখতে চান তাহলে কলেজের প্রতি আরো আন্তরিক হতে হবে।

তিনি বলেন আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের পাঠদান করালে শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদেরও দায় দায়িত্ব ও শ্রদ্ধাবোধ বেড়ে যায়।

পুরস্কার বিতরণ শেষে জেলা প্রশাক কলেজের গভর্ণিং বডির সভাপতি হিসেবে কলেজের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

প্রতিষ্ঠানের সহকারি অধ্যাপক এ্যাড. মোশারফ হোসেন লিটনের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক মোশারফ হোসেন লিটন, তপুন কুমার পাল, মোস্তাফিজুর রহমান, অর্পিতা বর্ধন, মাসুদা আকতার, এস এম লিয়াকত, নুরজাহান আকতার, তাজুল ইসলাম প্রমূখ।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • শিক্ষা এর আরও খবর
error: Content is protected !!