• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ১৮ নভেম্বর, ২০১৯

চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

স্টাফ রিপোর্টার॥

পেঁয়াজ সহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য উর্দ্ধগতির প্রতিবাদে ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে চাঁদপুর জেলা বিএনপি। সোমবার বিকাল ৪ টায় বিএনপির দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড.সলিম উল্লাহ সেলিমের সভাপ্রধানে ও আক্তার হোসেন মাঝির পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, জেলা যুবদলের সাবেক সভাপতি শাহজালাল মিশন, সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি অ্যাড কামাল উদ্দিন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হযরত আলী, জেলা যুবদলের সভাপতি (ভারপ্রাপ্ত) মানিকুর ররহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার,জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন,জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজী, সাধারন সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী প্রমূখ।

বক্তারা বলেন, আজকে পেঁয়াজের মূল্য ৩শ টাকা। সাধারণ মানুষ আজ পেয়াজের আগুনে জ্বলছে। পেয়াজ নিয়ে শেখ হাসিনার মাথা ব্যাথা শুরু হয়ে গেছে। তিনি নাকি পেয়াজ খান না। যদি পেয়াজ নিয়ে মাথা ব্যাথা হয় তাহলে সে মাথা কেটে ফেললেই তো হয়। দেশনেত্রী খালেদা জিয়া আজ বিনা চিকিৎসায় কারাগারে রয়েছেন। তার মুক্তির জন্য আন্দোলনের বিকল্প নেই। তাই সকল নেতৃবৃন্দ কে ঘরে বসে থাকলে হবে না, ঐক্যবদ্ধভাবে রাজপথে দেশনেত্রীর মুক্তির জন্য প্রস্তুত থাকতে হবে। তারা আরও বলেন, এই যে পুলিশ আপনার কাজ কি? তারা এসে বলে শ্লোগান দেওয়া যাবে না। ক্যাসিনো সম্রাটের সহযোগী চাঁদপুরের বালু সম্রাট কোথায়? পুলিশ তাকে ধরছে না। কোথায় বিএনপি নেতা আছে তদেরকে খুঁজে ধরছে। আমাদের সংগ্রাম চলবেই। আমরা এ দেশের জনগনকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!