• ঢাকা
  • শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ১৫ নভেম্বর, ২০১৯

মিশরের নামাজরত মুসল্লিদের উপর হামালার ঘটনায়, নিহতের সংখ্যা বেড়ে ২৩৫

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

আন্তর্জাতিক ডেস্ক:

মিশরের উত্তরাঞ্চলীয় সিনাই প্রদেশে শুক্রবার জুমার নামাজের সময় একটি মসজিদে সন্দেহভাজন জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় সর্বশেষ ২৩৫ জন মানুষ মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

এ হামলায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন মিশরের স্বাস্থ্য কর্মকর্তারা।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ সংবাদ জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার জুমার নামাজের সময় আল-আরিশের কাছে বির-আল আবেদ শহরের আল রাওদাহ মসজিদে এ হামলা হয়।

জঙ্গিরা চারটি বাহনে করে এসে নামাজরতদের ওপর গুলি চালায়। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হামলা থেকে বেঁচে যাওয়া কয়েকজনের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো লিখেছে, মানুষ যখন ছুটে পালানোর চেষ্টা করছিল, তখন তাদের ওপরও গুলি চালানো হয়।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • আন্তর্জাতিক এর আরও খবর
error: Content is protected !!