• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ১৫ নভেম্বর, ২০১৯

আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ ঘিরে চাপা উত্তেজনা

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

ক্রীড়া ডেস্ক:

আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল মানেই উত্তেজনা। হোক সেটা বিশ্বকাপের ম্যাচ কিংবা ফ্রেন্ডলি। স্বাভাবিকভাবেই আজকের ম্যাচ ঘিরেও ভক্তদের মাঝে বাড়ছে উত্তেজনা। বাংলাদেশ সময় রাত ১১টায় মুখোমুখি হবে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন। সৌদি আরবের কিং সাউদ ইউনিভার্সিটি মাঠে খেলাটি অনুষ্ঠিত হবে।

এই ম্যাচের মধ্যদিয়ে নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। সর্বশেষ ম্যাচগুলোতে অবশ্য অধিনায়ককে ছাড়াই দারুণ করেছে দলটির তরুণরা। জার্মানির বিপক্ষে তাদের মাঠে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে ফিরেছে। মেক্সিকোর বিপক্ষে হ্যাটট্রিক করে একাই উড়িয়ে দিয়েছেন লাউতারো মার্টিনেজ। ইকুয়েডরকে রীতিমত বিধ্বস্ত করেছে লিওনেল স্কালোনির দল। ৬-১ গোলের বিশাল জয়ে সামর্থ্যের জানান দিয়েছিল তরুণ আর্জেন্টাইনরা। মেসিকে ছাড়া খেলা ৪ ম্যাচে ১২ গোল করেছে তারা, হজম করেছে মাত্র তিনটি।

অন্যদিকে পেরুকে হারিয়ে এক যুগ পর কোপা পুনরুদ্ধারের পর ৪ ম্যাচ খেলেছে ব্রাজিল। এর তিনটিতেই ড্র করেছে, হেরেছে একটিতে

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • খেলাধুলা এর আরও খবর
error: Content is protected !!