• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ১৩ নভেম্বর, ২০১৯

ভারতের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবো: মিঠুন

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
ছবি-নতুনেরকথা।

অনলাইন ডেস্ক

ভারতের বিপক্ষে ১৪ নভেম্বর ইন্দোরের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনে। এই ম্যাচটি আবার হবে দিবারাত্রির তথ্য গোলাপি বলের, যা দুই দলের জন্যই নতুন অভিজ্ঞতা।

সফরকারী দল ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের দারুণ সুযোগ মিস করার হতাশা ভুলে নতুন অধিনায়ক মুমিনুল হকের নেতৃত্বে টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করতে চলেছে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন বলেন, ‘অতীতে, টি-টোয়েন্টিতে ভারতকে হারানো অসম্ভব মনে হতো, তাও আবার তাদের মাটিতে। কিন্তু আমাদের খেলোয়াড়দের আত্মবিশ্বাস ছিল। আমরা যখনই খেলি, তা শক্তিশালী কিংবা সহজ প্রতিপক্ষের বিপক্ষে হোক না কেন, আমরা ম্যাচ জেতার চেষ্টা করি। অনেক সময় এটা (জয় পাওয়া) হয় আবার অনেক সময় হয় না। শেষ ম্যাচে সুযোগ পেয়েও জিততে না পারায় আমরা হতাশ এবং সেই দুঃখ ভুলে আমরা টেস্ট সিরিজে ভালো করার দিকে নজর দিচ্ছি।’

‘আমরা ম্যাচ জেতার জন্যই মাঠে নামবো। এটা টি-টোয়েন্টি নয় যে আমরা দ্রুত জেতার চেষ্টা করব। এখানে (টেস্টে) প্রতিটা সেশন গুরুত্বপূর্ণ। দিনের প্রথম দুই ঘণ্টা যেমন গুরুত্বপূর্ণ, শেষ দুই ঘণ্টাও তেমনই। তাই জিততে হলে আমাদের সেশন ধরে ধরে এগোতে হবে।’

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • খেলাধুলা এর আরও খবর
error: Content is protected !!