• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ৪ নভেম্বর, ২০১৯

বিতর্কিত কেউ যেনো আওয়ামী লীগে প্রবেশ করতে না পারে:নাছির উদ্দিন আহমেদ

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

শরীফুল ইসলাম
চাঁদপুর পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাথে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেরা আওয়ামী লেিগর সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আপনারা যারা পৌর ৬নং ওয়ার্ডে নেতৃবৃন্দ রয়েছেন, আগে আপনারা নবায়ন হয়ে নতুন সদস্য সংগ্রহ করুন। আপনারা এমন কোন সদস্য নিবেন না, যারা আগে ছাত্রদল, যুবদল ও বিএনপি করতো। আমরা দলের জন্য ওই লোকদের নিবো, যারা দলের জন্য নিবেদিন প্রাণ। কিছু মানুষ রয়েছে, যাদের দেখলে অন্যান্যরা সম্মান করে, আপনারা তাদের দলে নিন। চাঁদপুর শহরের ৬নং ওয়ার্ডটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, এখানে কিছু ব্যবসায়ী লোক আনতে চাই। বিতর্কিত কেউ যেনো আওয়ামী লীগে প্রবেশ করতে না পারে, সেই দিকে আাপনাদের নজর রাখতে হবে।

তিনি আরো বলেন, আমাদের যে কোন কাজে শক্তিশালি হয়ে কাজ করতে হবে। কোন কাজেই দুর্বল হলে চলবে না। এক্ষেত্রে মহিলাদের আনা খুব জরুরী। যারা কাজ করতে পারেন, দলের জন্য শ্রম এবং মানুষের কল্যাণে কাজ করবে এমন মহিলাদের দলে আনতে হবে। আমাদেরকে দলের জন্য কাজ করার মন-মানুষিকতা রাখতে হবে। যে যেভাবে পারেন কাজ করুন। আমরা মানুষকে আস্বস্ত করতে চাই, আওয়ামী লীগের জনগনের জন্য কাজ করে। জননেত্রী শেখ হাসিনা যে ভাবে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদেরকে ঠিক সেই ভাবে দলকে সহযোগিতা করে দেশকে এগিয়ে নিতে হবে। তাই সকলের কথা মূল্যায়ন করে সংগঠনকে আরো গতিশীল করতে হবে।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীর পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

এ সময় বক্তব্য রাখেন জেল আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সরদার, সন্তোষ দাস, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল রহমান বাবুলসহ জেলা আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!