• ঢাকা
  • শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ নভেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ২ নভেম্বর, ২০১৯

সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবি জানিয়ে কুয়েত প্রবাসিদের প্রতিবাদসভা

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

ক্রীড়া ডেস্ক:

ক্রিকেট বিশ্বে বাংলাদেশের অবস্থান ও মান তার অন্যতম অবদানের নাম বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

কোটি ভক্তের মাঝে কুয়েত প্রবাসী ক্রিকেট প্রেমীরাও অলরাউন্ডার সাকিব আল হাসানকে ভুলের জন্য ক্রিকেট থেকে এক বছর দূরে রাখার বিষয়ে আইসিসির সিদ্ধান্ত মেনে নিতে পারেনি।

শুক্রবার খেলার মাঠে কুমিল্লা ভিক্টোরিয়াস ক্রিকেট ক্লাবের সদস্যরা বলেন, সাকিব চক্রান্তের শিকার। সাকিব শুধু বাংলাদেশ নয়, পুরো ক্রিকেট জগতের গর্ব। সাকিবকে আমরা আবার ব্যাট, বল হাতে খেলার মাঠে দেখতে চাই।

এ সময় খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন হানিফ, পারভেজ, তাজুল, হাসান, সবুজ, সোহেল, মোসলিম, রাব্বি, জুলহাসসহ অনেকে।

অপরদিকে কুয়েতের সালমিয়া অঞ্চলে সাকিবভক্তরা বলেন, কোটি ভক্তের একটি নাম সে আমাদের সাকিব আল হাসান। আমরা কোটি ভক্ত তার পাশে আছি থাকবো।

সাকিবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বিসিবির মাধ্যমে আইনি লড়াইয়ের মধ্য দিয়ে পূনর্বিবেচনা করার দাবি জানান সাকিবভক্ত আশরাফুল, তরিকুল, নুরউদ্দিন, আশ্রাফ উদ্দিন, হাসান, শামসুল, ফয়সাল, সাহেদুল, রুস্তম, রনি, জুনায়েদ প্রমুখ।

ক্রিকেটভক্ত কুয়েত প্রবাসী নাজিম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ভারতীয় এক ক্রিকেট জুয়াড়ি দিপক আগারওয়ালের ম্যাচ পাতানোর প্রস্তাব দেয়ার তথ্য গোপন করার বিষয়টি সাজানো। বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে দেয়ার চক্রান্ত। যারা চক্রান্তের সঙ্গে জড়িত সেই সব জুয়াড়িদের আইনের আওতায় আনা হোক।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • প্রবাস বাংলা এর আরও খবর
error: Content is protected !!