• ঢাকা
  • মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০১৯
সর্বশেষ আপডেট : ১৯ অক্টোবর, ২০১৯

জেলেদের ২টন চাল বিক্রয় করে দিলেন হানারচর ইউপি চেয়ারম্যান

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

চাঁদপুর, ১৯ অক্টোবর, শনিবার:

চাঁদপুর সদর উপজেলার ১৩নং হানারচর ইউনিয়নে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের জন্য বরাদ্দকৃত (বিজিএফ) চাল ২টন (২ হাজার কেজি) চুরি করে বিক্রি করে দিয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল ছাত্তার রাড়ী।

বিশ্বস্থ সূত্রে জানাগেছে, গত বুধবার (১৬ অক্টোবর) চাঁদপুর সিএসডি গোডানের লেবার সর্দার আবিদের কাছে তিনি এই দুই টন চাল বিক্রি করেন। জেলেদের জন্য বছরে দুইবারসহ সরকারি ভাবে বরাদ্দকৃত চাল উত্তোলন করতে গিয়ে এ ধরণের অনিয়ম চলমান রয়েছে।

চুরি করে বিক্রি করা জেলেদের বরাদ্দকৃত ২টন চাল যার বাজার মূল্য সরকারি ভাবে ৭২ হাজার টাকা।

খোঁজ নিয়ে জানাগেছে, হানারচর ইউনিয়নে চলতি মা ইলিশ রক্ষা অভিযানে সরকার অসহায় জেলেদের জন্য এসব চাল বরাদ্দ দিয়েছেন। চেয়ারম্যান হিসেবে মা ইলিশ রক্ষা অভিযানে ভূমিকা না রেখে উল্টো জেলেদের জন্য আসা বিজিএফ চাল মেরে খাওয়ার পন্দি ফিকিরে ব্যস্ত আব্দুল ছাত্তার রাড়ী।

এই বিষয়ে তার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে জানতে চাইলে চেয়ারম্যান আবদুল ছাত্তার রাড়ী বলেন, ২টন চাল বিক্রি করেছি এটা সত্য। চাল বিক্রি না করে কি করবো। আমাদেরকে চাল বিক্রি করেই জেলেদের দিতে হয়।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!