• ঢাকা
  • বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০১৯
সর্বশেষ আপডেট : ১৪ অক্টোবর, ২০১৯

পুরানবাজার হরিসভা এলাকায় আবারো মেঘনার ভাঙ্গন

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
আনন্দ উৎসবের মাধ্যমে চাঁদপুরের ৪১টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

স্টাফ রিপোটার:

চাঁদপুর শহরের পুরানবাজার হরিসভা এলাকার মোলহেডে শহরক্ষাবাধে আবারো মেঘনার ভাঙ্গন দেখা দিয়েছে। সোমবার সন্ধ্যার পর থেকে হঠাৎ পুরানবাজার শহর রক্ষা বাধের প্রায় ৪০ মিটার এলাকায় এ ভাঙ্গন দেখা দেয়।
এ ঘটনায় তাৎক্ষনিক শ্যামল রায়, দুখু ঘোষ, ভুলু ঋিসি ,সুভাষ ঋসি, নারায়ন ঘোষের বসত ঘর ও সাহাদাত পাটওয়ারীর টং দোকান সরিয়ে নেয়।

হুমকির মুখে রয়েছে বাপ্পি বনিক, শিশির বনিক, বিষু বনিক, দুলাল বনিক, দেবু বনিক, সত্য বনিক, তমাল সাহা, গোপাল সাহার বসত বাড়ি।

তাৎক্ষনিক ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়নে প্রায় ৩ হাজার বালু ভর্তি জিও টেক্সটাইল বস্তা ফালানো শুরু হয়েছে বলে জানা গেছে।
এদিকে খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাজেদুর রহমান খান,পুলিশ সুপার মাহাবুবুর রহমান (পিপিএম বার),জেলা আওয়ামী লীগের সভাপতি,পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ,সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল,অতিরিক্ত জেলা ম্যাজেস্টেট মোঃ জামাল হাসান,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়,সাধারন সম্পাদক তমাল কুমার ঘোষ, প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী,কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি।

জেলা প্রশাসক মাজেদুর রহমান খান বলেন, আতংকিত হবেন না। জরুরী ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। ভাঙ্গন রোধে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান বলেন, মাগরিবের পূর্বে ভাঙ্গন শুরু হয়েছে। ৪০ মিটার এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। হরিসভা এলাকার পুরো শহর রক্ষা বাধ হুমকির মুখে। আমরা ভাঙ্গন রোধে তাৎক্ষনিক বালু ভর্তি জিও ব্যাগ ফালানো শুরু করেছি। এখন মজুদকৃত ৩ হাজার বস্তা বালু ভর্তি জিও ব্যাগ ফালানো হবে।

মোহাম্মদ আলী মাঝি জানান, সন্ধ্যায় ফোনের মাধ্যমে ভাঙ্গনের খবর পাই। মাননীয় শিক্ষা মন্ত্রী স্থানীয় সংসদ সদস্য ডাঃদিপু মনিকে ফোনে জানিয়েছি। তিনি তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহনের জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা প্রদান করেছে।মন্ত্রীর নির্দেশে আমাদের ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা মানুষের মালামাল সরানোর কাজ করে যাচ্ছেন। তাৎক্ষনিক ৩ হাজার বস্তা জিও টেক্সটাইল বালু ভর্তি বস্তা ফেলা হবে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!