• ঢাকা
  • শুক্রবার, ২২শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০১৯
সর্বশেষ আপডেট : ১১ অক্টোবর, ২০১৯

চাঁদপুরে ৪৮ হাজার মিটার কারেন্টজাল পুড়িয়ে ধবংস

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

শরীফুল ইসলাম:

মা ইলিশ নিরাপদ প্রজনন এর লক্ষ্যে অভয়াশ্রম কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলা টাস্কফোর্সের অভিযানে আটক ৪৮ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার শেষ বিকেলে মালিকবিহীন জব্দকৃত জাল চাঁদপুর নৌ থানা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে আগুনে পোড়ানো হয়। যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৪০ হাজার টাকা।

চাঁদপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মিত মামলার পরে এসব নিষিদ্ধ কারেন্টজাল পোড়ানো হয়েছে।

এর আগে গতকাল বুধবার জব্দকৃত ১৩ হাজার ২শ’ মিটার কারেন্টজাল আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৬৪ হাজার টাকা।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি বলেন, আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। বুধবার মেঘনা নদীতে কোন জেলেকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় ৯ থেকে ৩০ অক্টোবর ২২ দিন এই অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে কোন জেলে পদ্মা-মেঘনায় ইলিশ আহরণ করতে নামলে তাকে মৎস্য আইনে সাজা প্রদানের বিধান রয়েছে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • অর্থনীতি এর আরও খবর
error: Content is protected !!