• ঢাকা
  • শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০১৯

শাহরাস্তি শ্রী শ্রী মেহের কালি বাড়ি মন্দির পরিদর্শন করেন বিচারপতি সৌমেন্দ্র সরকার

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

২৯ সেপ্টেম্বর দুপরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঐতিহাসিক শ্রী শ্রী মেহের কালি বাড়ি মন্দির পরিদর্শন করেন সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৌমেন্দ্র সরকার। এসময় তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এগিয়ে যাচ্ছে। চাঁদপুরের মানুষও অনেক পরিচ্ছন্ন এবং লেকটিও খুবই সুন্দর। এখানে যারা আছেন তারা যাতে করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখেন সেই প্রত্যাশা করছি।

তিনি বলেন, কয়েকদিন পরেই আমাদের শারদীয় দুর্গাৎসব। আশা করছি এই উৎসবে সকলেই সহযোগিতা করবেন। ধর্ম যার যার উৎসব সবার। আমি ব্যাক্তিগত সফরে এসেছি। এটি কোন সরকারি সফর নয়। চাঁদপুরের ইলিশ অনেক সুস্বাদু। বহুদিন পূর্বে চাঁদপুরে একবার ইলিশ খেয়েছি। ইলিশের সেই স্বাদ আমার এখনো মনে পড়ে।

এ সময় শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) নিখিল চন্দ্র মজুমদার, সাধারন সম্পাদক অমৃত মজমুদার টুটানসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ ও পুরোহিত উপস্থিত ছিলেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • শাহরাস্তি এর আরও খবর
error: Content is protected !!