• ঢাকা
  • রবিবার, ২১শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০১৯

হাজীগঞ্জের বেলচোঁ বাজার থেকে ৭ জুয়াড়ী আটক

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

শাহানা আকতার:

গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জের উপজেলার বেলচোঁ বাজারের একটি হোটেলের পেছন হাজারি খেলার সময় ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৬ হাজার টাকা ও জুয়া খেলার কার্ড জব্দ করা হয়।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদেরকে বেলচোঁ বাজারের একটি দোকান থেকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে পুলিশ। অভিযোগ ছিল দীর্ঘ দিন ওই দোকানে জুয়া খেলা চলছিল। পুলিশ  কয়েক দিন ধরে সোর্সের মাধ্যমে নজরদারী করে তাদেরকে আটক করে।

আটককৃতদের সবাই হাজীগঞ্জ উপজলোর ৬ নং বড়কুল ইউনিয়নের গ্রামের বাসিন্দা। তারা হলেন- কাইজাঙ্গা গ্রামের মোশাররফ (৫০), সোনাইমুড়ী গ্রামের ফারুক (৪৮), শাহ আলম (৪৫), সেলিম (৬২), আবুল কালাম (৫৫), রুস্তম আলী (৭০) ও ফজলুল হক (৫০)।

জুয়াড়ি ছাড়াও রাত ১০টায় উপজেলার মুকন্দসর গ্রাম থেকে ৫৫ বছর বয়সী এক মাদক ব্যবসায়ীকে ৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) আলমগীর হোসনে রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • হাজীগঞ্জ এর আরও খবর
error: Content is protected !!