• ঢাকা
  • বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০১৯

শাহ্তলী কামিল মাদরাসার নবীন-বরণ অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর সদর উপজেলার শাহতলী কামিল মাদরাসার আয়োজনে ২০১৯ সেশনের কামিল প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ছবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদরাসা মাঠে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিল্লল হোসাইনের সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক মো: কামাল উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, তার বক্তব্যে বলেন, ১৯০১সালে প্রতিষ্ঠিত এই মাদরাসার রয়েছে গৌরবময় একটি ইতিহাস। এবছর কামিল প্রথমবর্ষে সর্বোচ্চ ভর্তি হয়েছে। এটি মাদরাসার জন্য একটি ভালো দিক। এ বছর কামিল পরীক্ষায় ২টি এ প্লাসসহ শতভাগ পাশ করেছে। যা আমাদের জন্য গর্বের বিষয়। যারা এ প্লাস পেয়েছে তাদেরকে মাদরাসার পক্ষ থেকে সংবর্ধনা জানানো হবে। এতো সীমাবদ্ধতার মধ্যে থেকে শিক্ষকরা ভালো ফলাফল করার জন্য কাজ করে থাকেন।

তিনি আরও বলেন, গভর্নিং বডির সদস্য যারা আছেন, তারা মাদরাসার উন্নয়নে কাজ করছেন । কিছুদিন পৃর্বে মাদরাসার সভাপতি ও চাঁদপুর জেলা প্রশাসক মহোদয় বলেছেন আপনাদের শাহতলী কামিল মাদরাসা ভালো চলছে। এটিও মাদরাসার জন্য অনেক গৌরবের। এ মাদরাসায় ভালো এবং মেধাবী শিক্ষক রয়েছে। শিক্ষকরা নিরলস পরিশ্রম করছে ভালো ফলাফল অর্জন করার জন্য। মাদরাসায় যেন নিয়মিত ক্লাস হয় এ ব্যাপারে অধ্যক্ষ নিয়মিত মনিটরিং এর ব্যবস্থা করতে হবে এবং ক্লাস নিশ্চিত করতে হবে। তাহলেই ভালো ফলাফল অর্জন সম্ভব।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি ছাত্রদের আহ্বান জানাবো যারা কামিলের ছাত্র তারা ছাত্রাবাসে থাকতে পারবে। শিক্ষার্থীরা যতদূর সম্ভব হয় নিয়মিত ক্লাস করতে হবে। আপনারা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবে, তাহলে ভালো ফলাফল অর্জন করতে পারবে। আমি খুবই আনন্দিত এ মাদারাসায় কামিলে অনেক শিক্ষার্থী ভর্তি হয়েছে। এটা মাদরাসার জন্য গর্বের। তাই তোমাদের ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখার জন্য মনোযোগের সহিত লেখাপড়া করতে হবে।

তিনি বলেন, এ মাদরাসায় মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি মহোদয়ের একটি নতুন ৪তরা বিশিষ্ট একাডেমিক ভবন অনুমোদন হয়েছে। যা বর্তমানে টেন্ডার হয়েছে। এখন লটারির মাধ্যমে যে কাজ পাবে সে কাজ শুরু করবে। এ ভবনটি আমাদের মাদরাসার সকলের দীর্ঘদিনের একটি দাবি ছিল। তা পূরণ করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী । এজন্য ধন্যবাদ ও কতজ্ঞতা জানাই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি মহোদয়কে। তাই আমাদের এখন তেমন কোন অবকাঠামোগত সমস্যা নেই। যে টুকু আছে তা পর্যায়ক্রমে সমাধান করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, গভর্নিং বডির অভিভাবক সদস্য ও চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, মাদরাসা গভর্নিং বডির দাতা সদস্য হাফেজ জাকির হোসেন তপাদার ।

অনুষ্ঠানের আরো বক্তব্য রাখেন, মাদরাসার ১ম মুহাদ্দেস মাওলানা ইয়াছিন মিয়া, ২য় মুহাদ্দেস মাওলানা আখতার হোসেন, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য ও সহকারি শিক্ষক মাওলানা মিজানুর রহমান, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য ও সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কামিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও শাহতলী আদর্শ একাডেমির সহকারি শিক্ষক মো: আবদুল্লাহ শাকুর, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো: নুজমুল হুদা, প্রথম বর্ষের শিক্ষার্থী হাফেজ মো: মহিউদ্দিন, প্রথম বর্ষের শিক্ষার্থী মো: মহসিন।

এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারি অধ্যাপক মো: কামাল হোসেন, সহকারি শিক্ষক হাফেজ মাওলানা জহিরুল হক, সিনিয়র সহকারি শিক্ষক মো: রুস্তম খান, আরবী প্রভাষক মো: এমদাদ উল্ল্যাহ, ইংরেজী প্রভাষক মোহাম্মদুল্লা, আরবী প্রভাষক মাওলানা আব্দুল মান্নান, আরবী প্রভাষক মাওলানা মহিউদ্দিন, বাংলা প্রভাষক মো: বেলায়েত হোসেন মিজি, আরবী প্রভাষক এ.এন.এম হেলাল উদ্দিন, সহকারি শিক্ষক আহসান হাবীব, সহকারি শিক্ষক বাহাউদ্দিন, সহকারি শিক্ষক হাবিবুর রহমান, সহকারি শিক্ষক আনিসুর রহমান, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, সহকারি শিক্ষক হাফেজ মো: জাহাঙ্গীর, হিসাব রক্ষক মো: শরিফুর রহমান খান।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন, মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, মাদরাসা গভর্নিং বডির দাতা সদস্য হাফেজ মো: জাকির হোসেন তপদার, গভর্নিং বডির অভিভাবক সদস্য ও চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: মাসুদুর রহমান নান্টু পাটওয়ারীসহ অন্যান্য অতিথি ও শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ও শিক্ষার্থীদের ছবক পাঠ এবং দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!