• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০১৯

ফরিদগঞ্জে লক্ষ্মীনারায়ন জিউর মন্দিরের টাইলসের কাজের উদ্বোধন

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
আনন্দ উৎসবের মাধ্যমে চাঁদপুরের ৪১টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

ফরিদগঞ্জ ব্যুরো ঃ
চাঁদপুর জেলা পরিষদের অর্থায়নে ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর মন্দিরের নাট মন্দিরের মেঝের আংশিক টাইলস করণ উদ্বোধন করছেন জেলা পরিষদ সদস্য মোঃ সাইফুল ইসলাম রিপন। বুধবার সকালে এক লক্ষ টাকা ব্যয়ে কাজের উদ্বোধন কালে তিনি বলেন, জেলা পরিষদ সর্বদা সকল ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য কাজ করে চলছে।

সেই ধারাবাহিকতায় ফরিদগঞ্জ উপজেলার কেন্দ্রীয় মন্দিরের এই উন্নয়ন কাজ শুরু হয়েছে। যদিও এই অর্থে চলমান কাজের সম্পূর্ন শেষ করা সম্ভব হবে না। তবে আমরা চেষ্টা করবো ভবিষ্যতে আরো অর্থ বরাদ্দ দিয়ে বা অন্য কোন মাধ্যমে নাট মন্দিরের বাকী কাজ সম্পন্ন করার জন্য।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর মন্দিরের সাধারণ সম্পাদক উৎপল সাহা, যুগ্মসম্পাদক লিটন কুমার দাস, সাংগঠনিক সম্পাদক প্রবীর চক্রবর্তী, সদস্য নারায়ন রবিদাস ও তমাল পাল।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • ফরিদগঞ্জ এর আরও খবর
error: Content is protected !!