• ঢাকা
  • শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ২ সেপ্টেম্বর, ২০১৯

হাজীগঞ্জে দিনমজুর সোলেমানকে অর্থ সহায়তা দিলেন পৌর মেয়র

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

চাঁদপুর (০২ সেপ্টেম্বর),
হাজীগঞ্জ পৌরসভাধীন ১২নং ওয়ার্ডের দক্ষিন রান্ধুনীমুড়া গ্রামের মতিন বেপারী বাড়ির মৃত কফিল উদ্দিনের ছেলে আগুনে ক্ষতিগ্রস্ত দিনমজুর সোলেমান বেপারীকে পৌরসভার পক্ষ থেকে ১২ হাজার অর্থ সহায়তা প্রদান করেছেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন। সোমবার দুপুরে পৌরসভা কার্যালয়ে ক্ষতিগ্রস্তের হাতে ১২ হাজার চেক তুলে দেন তিনি।
এ দিন সকালে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান, মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন। বিষয়টি তিনি স্থানীয় সাংসদ (চাঁদপুর- ৫) মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম ও জেলা প্রশাসক মাজেদুর রহমান খানকে অবহিত করেন। এ সময় স্থানীয় কাউন্সিলর মো. নুরুল ইসলাম বেপারীসহ পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে রবিবার বিকালে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের আগুনে দিনমজুর সোলেমান বেপারীর বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে তার বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্র, তৈজসপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। এতে স্ত্রী ও তিন শিশু সন্তান নিয়ে নিঃস্ব হয়ে পড়েন সোলেমান বেপারী।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • হাজীগঞ্জ এর আরও খবর
error: Content is protected !!