• ঢাকা
  • শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ আগস্ট, ২০১৯
সর্বশেষ আপডেট : ২১ আগস্ট, ২০১৯

মতলবে ৪ কোটি টাকার কারেন্ট জাল জব্দ, ৪ ব্যবসায়ীর অর্থ ও কারাদন্ড

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

মতলব প্রতিনিধি ॥

চাঁদপুরের মতলব দক্ষিণ সদর বাজারে আকষ্মিক অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি টাকা মূল্যমানের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ৪ ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। আটক ব্যবসায়ী প্রনয় দাস (৩০) ও বিপ্লব দাস (৩৫) কে এক বছর করে কারাদন্ড এবং শাহ আলম (২৬) ও মিঠু দেবনাথ কে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (২১ আগস্ট) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মতলব ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

মতলব দক্ষিণ উপজেলা মৎস্য অফিসার ফারহানা আক্তার রুমা জানান, দুপুরের মতলব সদর বাজারে উপজেলা প্রশাসন, চাঁদপুর কোস্ট গার্ড ও মতলব দক্ষিণ থানা পুলিশের যৌথ উদ্যোগে একটি ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পূর্ব বাজারের উত্তর গলির ৪টি গুদাম ঘরে অভিযান চালিয়ে ৪ ব্যবসায়ীর ৪৯ বস্তা (১৮লক্ষ ৬২ হাজার মিটার) নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এগুলোর বাজার মূল্য প্রায় ৩ কোটি ৭২লাখ ৪০ হাজার টাকা।

নিষিদ্ধ কারেন্ট জালগুলোর মধ্যে ব্যবসায়ী প্রনয় দাসের ২৩ বস্তা, বিপ্লব দেবনাথের ১৯ বস্তা, মিঠু দেবনাথের ৫ বস্তা ও ব্যবসায়ী শাহ আলমের ২ বস্তাসহ ৪৯ বস্তা কারেন্ট জাল জব্দ করা হয়।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • মতলব দক্ষিণ এর আরও খবর
error: Content is protected !!