• ঢাকা
  • শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ আগস্ট, ২০১৯
সর্বশেষ আপডেট : ১০ আগস্ট, ২০১৯

অতিরিক্ত যাত্রী নিয়ে চাঁদপুরে ফিরছে লঞ্চগুলো ॥ ২ লঞ্চের জরিমানা

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

স্টাফ রিপোর্টার॥

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ ঘরে ফিরতে শুরু করেছে চাঁদপুরস্থ ঢাকা ও আশপাশের এলাকার বাসিন্দারা। চাঁদপুর লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভীড়। যাত্রীদের নির্বিঘেœ বাড়ি ফেরা নিশ্চিত করতে চাঁদপুর লঞ্চ টার্মিনালে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে অতিরিক্ত যাত্রী নিয়ে চাঁদপুর লঞ্চঘাটে ভিড়ছে যাত্রীবাহী লঞ্চগুলো।

শুক্রবার বিকেলে লঞ্চঘাটে যাত্রীদের জন্য নির্ধারিত ভাড়ার মূল্য তালিকা না থাকায় এমভি মানিক ও এমভি আচল লঞ্চকে ৫ হাজার টাকা করে ২টি লঞ্চকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামানের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইমরান হোসেন সজীব। এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটি এর ইন্সপেক্টর সুমন, মাহতাব উদ্দিন প্রমুখ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে যাতায়াত না করার জন্য যাত্রীদের সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে লঞ্চ কর্তৃপক্ষকেও অতিরিক্ত যাত্রী না নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!