• ঢাকা
  • সোমবার, ২২শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭ আগস্ট, ২০১৯
সর্বশেষ আপডেট : ৭ আগস্ট, ২০১৯

হাজীগঞ্জে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মনোয়ারা

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের আবদুল হাইয়ের স্ত্রী মনোয়ারা বেগম (৬০) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি মঙ্গলবার দুপরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মঙ্গলবার দিবাগত রাতে তাকে আহম্মদপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
হাজীগঞ্জ উপজেলায় এই প্রথম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন মনোয়ারা বেগম। মনোয়ারা বেগমের ৫ মেয়ে ও ৪ ছেলে সন্তান রয়েছে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের তথ্য অনুযায়ী, প্রতিনিয়ত সেখানে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের প্রাথমিক পরীক্ষা হচ্ছে। ইতিপূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুইজন রোগীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মনোয়ারা বেগমের ছেলে মোশারফ হোসেন সেলিম জানান, গত ৩ আগস্ট মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার দুপরে তিনি মারা যান। সন্ধ্যায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মোশারফ আরো জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মায়ের শরীরে ডেঙ্গু সনাক্ত করা হয়।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • হাজীগঞ্জ এর আরও খবর
error: Content is protected !!