• ঢাকা
  • শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩১ জুলাই, ২০১৯
সর্বশেষ আপডেট : ৩১ জুলাই, ২০১৯

সুনির্দিষ্ট তথ্য ছাড়া পশুবোঝাই ট্রাক থামাতে পারবে না পুলিশ: আইজিপি

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

অনলাইন ডেস্ক:
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, সুনির্দিষ্ট তথ্য ছাড়া কোরবানির পশুবোঝাই ট্রাক থামাতে পারবে না মাঠে থাকা পুলিশ সদস্যরা। কোরবানির পশু পরিবহনের ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে যেন কোনো অভিযোগ না আসে। এটা একেবারেই শুনতে চাই না।

বুধবার (৩১ জুলাই) পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন আইজিপি।

তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পশুবোঝাই ট্রাক থামানো যাবে না। কোরবানির পশুর হাট মহাসড়কের ওপর বসানো যাবে না। কেন্দ্রীয় ঈদগাহসহ দেশের প্রধান প্রধান ঈদ জামাতস্থলের সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে।

তিনি আরও বলেন, গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে ঈদকে সামনে রেখে পোশাক শিল্প নিয়ে যেন কোনো ধরনের গুজব সৃষ্টি না হয় সে দিকে সর্তক থাকতে হবে।

কোরবানির পশুর চামড়া পাচাররোধে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর
error: Content is protected !!