• ঢাকা
  • বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৭ জুলাই, ২০১৯
সর্বশেষ আপডেট : ২৭ জুলাই, ২০১৯

হাজীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মশক নিধনে নিজেই মাঠে নামলেন পৌর মেয়র

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

নিজস্ব প্রতিবেদক:

হাজীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মশক নিধনে নিজেই মাঠে নামলেন পৌর মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন।

শনিবার সকাল থেকেই হাজীগঞ্জ পৌর মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন মশা নিধন ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে পৌর কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিজেই মাঠে নেমে পড়েন।

সারাদেশে ডেঙ্গু জ্বর প্রকট আকার ধারণ করায় পৌর মেয়র পৌরবাসীর সেবদানের উদ্দেশ্যে সকাল থেকে নিজেই কর্মকর্তা কর্মচারীদের সাথে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ও মশক নিধন অভিযানে নেমে পড়েন। এ সময় তিনি বিভিন্ন ওয়ার্ডের ড্রেন, নর্দমায় মশার ওষুধ স্প্রে করেন এবং কর্মচারীদের সাথে বিভিন্ন পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণ করেন।

পৌর মেয়র আ স ম মাহবুবুল আলম লিপন সাংবাদিকদের বলেন, পৌরবাসীর সেবা করার জন্য সব সময় তাদের পাশে আছি এবং থাকবো।

তিনি বলেন জাতীয় মশক নিধন সপ্তাহ এবং ডেঙ্গু মশা নিধনে হাজীগঞ্জ পৌরসভার মশক নিধন অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন আমি হাজীগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে প্রায় প্রতি মাসেই মশা নিধনে বিভিন্ন নর্দমা ড্রেন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মশার ঔষধ স্প্রে করে থাকি। এখন যেহেতু দেশে ডেঙ্গু মশা প্রকট আকার ধারণ করেছে এবং ডেঙ্গু জ্বর থেকে পৌরবাসীকে রক্ষা করতে আমি নিজেই মাঠে মশার ওষুধ স্প্রে করছি পাশাপাশি বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও ময়লা আবর্জনা পরিষ্কার করছি।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোজ নিয়ে জানা যায়, হাজীগঞ্জের কোথাও ডেঙ্গু জ্বর হয়েছে এমন কোন রোগি হাসপাতালে চিকিৎসা নিতে আসেনি।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • হাজীগঞ্জ এর আরও খবর
error: Content is protected !!