• ঢাকা
  • শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ জুলাই, ২০১৯
সর্বশেষ আপডেট : ১৫ জুলাই, ২০১৯

রিফাত হত্যা:পরবর্তী তারিখ ৩১ জুলাই

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

notunerkotha.com

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া ৮ আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সোমবার আদালতে হাজির করা হয়েছে।

বেলা সাড়ে ১১ টার দিকে বরগুনা জেলা কারাগার থেকে আসামিদের বরগুনা সিনিয়র জুডিসিয়াল মেজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী আগামী ৩১ জুলাই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করে পুনরায় আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ মামলায় এখন পর্যন্ত ৯ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরা হলেন চন্দন, হাসান, অলি, টিকটক হৃদয়, নাজমুল হাসান, তানভীর হোসেন, রাব্বি ও সাগর।

যার মধ্যে রাতুল সিকদার জয় নামে এক আসামির অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে যশোর সেফহোমে (সংশোধনাগার) পাঠানো হয়েছে। মামলায় গ্রেফতার আরও চার আসামি রিফাত ফরাজী, আল কাইয়ুম রাব্বি আকন, আরিয়ান হোসেন শ্রাবণ ও কামরুল হাসান সায়মুনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওই দিন বিকালে তার মৃত্যু হয়। রিফাত শরীফকে বাঁচাতে প্রতিরোধ করেও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি ব্যর্থ হয়।

এ ব্যাপারে নিহত রিফাত শরীফের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে বরগুনা থানায় মামলা দায়ের করেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর
error: Content is protected !!