• ঢাকা
  • মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ জুলাই, ২০১৯
সর্বশেষ আপডেট : ১১ জুলাই, ২০১৯

চাঁদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

শরীফুল ইসলাম:
সারাদেশের ন্যায় চাঁদপুরেরও বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) মো. মাজেদুর রহমান খান।

চাঁদপুর জেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. মো: ইলিয়াছের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. একেএম মাহবুবুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর।

সভায় প্রধান অতিথির বক্তরব্য ডিসি বলেন, পরিবার পরিকল্পনা অত্যন্ত সুন্দর ভাবে কাজ করে যাচ্ছে। আর এইভাবে যদি প্রতিটি ডিপার্টমেন্ট সুন্দরভাবে কাজ করে তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর ২০৩০ সালের ভিশন বাস্তবায়ন করা সম্ভব হবে। সারাদেশে ফ্যামিলি প্লানিং এর মধ্যে চাঁদপুরের অবস্থান অনেক ভাল। শিশু মৃত্যুর হার হ্রাসে সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ম বারের মতো এমডিজি এ ওয়ার্ড অর্জন করেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!