• ঢাকা
  • সোমবার, ১৫ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ জুলাই, ২০১৯
সর্বশেষ আপডেট : ৫ জুলাই, ২০১৯

বোলিংয়ে বাংলাদেশ, ব্যাটিংয়ে পাকিস্তান

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

নতুনেরকথা অনলাইন :

চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদ। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় লর্ডসে ম্যাচটি শুরু।

আট ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ইতোমধ্যেই সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে পড়েছে মাশরাফির দল। আজ পাকিস্তানকে হারালেও এই বিশ্বকাপে আর সামনের দিকে যাওয়ার সুযোগ নেই টাইগারদের।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপের সূচনা করলেও পরের দিকে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো বড়ো প্রতিপক্ষকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখে পাকিস্তান। তবে ভারতের বিপক্ষে ইংল্যান্ড জিতে যাওয়ায় আজ বাংলাদেশকে হারালেও পাকিস্তানের সেমিফাইনালে যাওয়া প্রায় অসম্ভব।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ লন্ডনে বৃষ্টির কোনো আশঙ্কা নেই। তাই লর্ডসে বাংলাদেশ-পাকিস্তানের শেষ ম্যাচটি নির্বিঘ্নেই উপভোগ করতে পারবে দর্শকরা।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর
error: Content is protected !!