• ঢাকা
  • শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ জুলাই, ২০১৯
সর্বশেষ আপডেট : ৪ জুলাই, ২০১৯

আজ সনাতন ধর্মাবলম্বী হিন্দু সমপ্রদায়ের রথযাত্রা

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

নিজস্ব প্রতিবেদক:

আজ ৪ জুলাই বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বী হিন্দু সমপ্রদায়ের রথযাত্রা অনুষ্ঠিত হবে। এদিন ভক্তবৃন্দ ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে, পুণ্য অর্জনের নিমিত্তে ও রথে আরোহিত ভগবানরূপী শ্রী জগন্নাথ, শুভদ্রা, বলরামকে একস্থান থেকে অন্যস্থানে নিয়ে যাবেন। তাদের বিশ্বাস, এদিন ভগবান ভক্তদেরকে নিজ থেকে দর্শন দেয়ার জন্যে রাস্তায় নেমে আসেন এ লক্ষ্যে যে, অতিব্যস্ত ভক্তকূলের অনেকেই শত ব্যস্ততা আর কামনা বাসনারত থাকার কারণে মন্দিরে যেতে কিংবা ভগবানকে স্মরণ করতে পারেন না। তাদের ভেতর ভগবৎ কৃপা সৃষ্টির জন্যে এদিন ভগবানরূপী শ্রী জগন্নাথ রাস্তায় নেমে তাদেরকে দর্শন দিয়ে থাকেন। এদিন যারা দড়ি ধরে ভক্তিসহকারে ভগবান জগন্নাথদেবের রথখানা একস্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়াসহ জগন্নাথদেবকে দর্শন করেন তারাই ভগবৎ কৃপা লাভ করেন। এ রথযাত্রা সম্পন্ন করার লক্ষ্যে সারাদেশের ন্যায় চাঁদপুরেও ব্যাপকভাবে আয়োজন করা হয়েছে রথযাত্রা উৎসবের।

চাঁদপুর পুরাণবাজার সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির আয়োজন করেছে ৮ দিনব্যাপী রথযাত্রা উৎসবের। আজ ৪ জুলাই বৃহস্পতিবার পুরাণবাজার হরিসভা রোডস্থ জগন্নাথ মন্দির থেকে অত্যাধুনিক ফোল্ডিং রথে চড়ে শ্রী জগন্নাথ, শুভদ্রা ও বলরাম বের হবেন। ভক্তরা হরিনাম সহকারে রথখানা নিয়ে রাস্তায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করবেন। রথখানা পুরাণবাজার হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম শেষে নতুনবাজার শ্রী শ্রী কালীবাড়ি এসে যাত্রা বিরতি দিবে। এ স্থানেই অনুষ্ঠিত হবে ৮ দিনব্যাপী রথযাত্রা উপলক্ষে ধর্মীয় আলোচনা, কীর্তন, ভজন, বৈদিক নৃত্য, নাটক, পূজা, হোম, যজ্ঞ ও প্রসাদ বিতরণসহ ধর্মীয় অনুষ্ঠান। আগামী ১১ জুলাই বৃহস্পতিবার উল্টো রথের মধ্য দিয়ে শেষ হবে পুরাণবাজার জগন্নাথ মন্দিরের রথযাত্রা অনুষ্ঠান। আজ বিকেলে জগন্নাথ মন্দিরের রথযাত্রা অনুষ্ঠানের ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, বিপিএম। রথযাত্রার উদ্বোধন করবেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়। সভাপতিত্ব করবেন জগন্নাথ মন্দির রথযাত্রা উদ্যাপন কমিটির আহ্বায়ক সমর কান্তি সাহা।

১১ জুলাই বৃহস্পতিবার বিকেলে উল্টো রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম দুলাল পাটওয়ারী। উল্টো রথযাত্রার উদ্বোধন করবেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার। সকল অনুষ্ঠানেই চাঁদপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা যায়।

একইভাবে আজ বিকেলে চাঁদপুর শহরের নতুনবাজার গোপাল জিউর আখড়া হতে বের হবে শত বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা। তাদের রথখানা শহর প্রদক্ষিণ শেষে চাঁদপুর মেথা রোডস্থ সার্বজনীন দুর্গা মন্দিরে অবস্থান নিবে। এখানেই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা অবধি ধর্মীয় অনুষ্ঠান পর্ব। এছাড়া আজ বিকেলে পুরাণবাজার ঘোষপাড়া হতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের উদ্যোগে বের হবে আরো একটি রথ। তাদের রথখানা শহর প্রদক্ষিণ শেষে নতুনবাজার ঘোষপাড়া গিয়ে শেষ হবে। এছাড়াও পুরাণবাজার হরিসভা মন্দিরে অনুষ্ঠিত হবে শত বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা। এদিন ভক্তরা বহু পুরানো ঐতিহ্যবাহী রথখানা নিয়ে মন্দির চত্বরেই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্যাপন করবেন রথযাত্রার উৎসব। রথযাত্রা উৎসব পালিত হবে চাঁদপুর শহরস্থ কুন্ডের বাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরে। রথযাত্রা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের ব্যবস্থা গ্রহণ করেছে পুরাণবাজার শ্রী শ্রী লোকনাথ মন্দির ও আশ্রম কর্তৃপক্ষ। সকল আয়োজকই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি কামনা করেছেন। রথযাত্রা উপলক্ষে শহরের রাস্তায় রাস্তায় শোভিত হচ্ছে পুরাণবাজার সার্বজনীন জগন্নাথ মন্দিরের সুশোভিত তোরণ।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • সারা দেশ এর আরও খবর
error: Content is protected !!