• ঢাকা
  • সোমবার, ১৫ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ জুলাই, ২০১৯
সর্বশেষ আপডেট : ২ জুলাই, ২০১৯

চাঁদপুর প্রেসক্লাবে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচী পালিত

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

শরীফুল ইসলাম॥
‘মাস শেষে বেতন চাই, চাকুরী শেষে পেনশন চাই’ এ শ্লোগানকে ধারন রেখে বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশনের আয়োজনে সারাদেশের ন্যায় চাঁদপুর পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীরা দুই দিন ব্যাপি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন করেছে।

মঙ্গলবার দিবব্যাপি চাঁদপুর প্রেসক্লাবে ভবনে রাষ্ট্রিয় কোষাগার হতে পৌরসভার জনপ্রতিনিধিদের সম্মানি ভাতা ও শতভাগ বেতন ভাতা প্রদান’সহ পেনশন প্রথা চালুর দাবীতে চাঁদপুরের ৭টি পৌরসভার কয়েকশ’ কর্মকর্তা কর্মচারীরা এ অবস্থান কর্মসূচী গ্রহন করে।

বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ও পৌরসভার প্রধান হিসাব রক্ষক মোঃ মুশিউর রহমান সহ ফেরদৌস আলম, নূরুল আলম, চন্দ্র নাথ ঘোষ, মোঃ মনিরুজ্জামান, বাতেন মিয়াজী, মোশাররফ হোসেন পাটওয়ারী, জায়েদুর রহমান জহির, মোঃ এমদাদ হোসেন মিলন, ফাতেমা পারভিন লাকি, অনিমা সেন, নূর জাহান বেগম সেতু প্রমুখ।

পৌর কর্মকর্তা কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মো. মফিজ উদ্দিন হাওলাদার ও সহ-সভাপতি মনিরুজ্জামান মানিকের যৌথ পরিচালনায় অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, নিয়োগ দেয় সরকার, পদোন্নতি, বদলি, ছুটি, যে কোন কিছুর অনুমোদন দেয় কেন্দ্রীয় সরকারের স্থানীয় সরকার বিভাগ। অথচ এ বিভাগ থেকে মাস শেষে পৌর কর্মকর্তা কর্মচারীদের বেতন দেয়া হয়না। যেখানে বেসরকারি চাকুরী জিবীদের পেনশন দেওয়ার কথা সরকার চিন্তা করছে। অথচ সরকার কর্তৃক নিয়োগকৃত পৌরসভার স্টাফদেরই বেতন পেনশন দেওয়া হচ্ছে না।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার সচিব খোরশেদ আলম, কচুয়া পৌরসভার সচিব জহিরুল ইসলাম, ছেংগারচর পৌরসভার সচিব শাহ সুফিয়ান খান, হাজীগঞ্জ পৌরসভার সচিব নূর আলম শরীফ, মতলব পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা নুরুজ্জামান।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!