• ঢাকা
  • শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ জুন, ২০১৯
সর্বশেষ আপডেট : ২৬ জুন, ২০১৯

কুলাউড়ায় রেল দুর্ঘটনায় হতাহতরা ক্ষতিপূরণ পাচ্ছেন

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

notunerkotha.com

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় হতাহতদের খোঁজখবর নিতে সিলেট গেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন। সিলেটে পৌঁছেই বুধবার সকাল সোয়া ১০টায় ভয়াবহ ওই দুর্ঘটনায় আহতদের দেখতে সিলেট এমএজি ওসমানী হাসপাতালের ক্যাজুয়ালিটি ইউনিটে যান তারা।

এ সময় রেলমন্ত্রী নিহতদের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দেন। এছাড়া আহতরা ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা পাবেন বলেও সাংবাদিকদের জানান তিনি।

রেলমন্ত্রী বলেন, রেলের দুর্ঘটনা তদন্তে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল তদন্ত রিপোর্ট পাব বলে আশা করছি। তদন্তে কারোর দায়িত্ব পালনে অবহেলা বা ত্রুটি থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নূরুল ইসলাম সুজন আরো বলেন, অতিরিক্ত যাত্রী সবসময়ই ঝুঁকিপূর্ণ। সেটা লঞ্চ, বাস আর রেলেই হোক না কেন। কুলাউড়ায়ও অতিরিক্ত যাত্রীর জন্য এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর
error: Content is protected !!