• ঢাকা
  • শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ জুন, ২০১৯
সর্বশেষ আপডেট : ১৭ জুন, ২০১৯

শোয়েব আখতারকে চিনেইনা সোনালি

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

বিনোদন ডেস্ক:

একসময় বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রের প্রেমে হাবুডুবু খেতেন পাকিস্তানের তারকা পেসার শোয়েব আখতার।

তার হৃদয়ে ঝড় তুলেছিলেন সে সময়কার এই লাস্যময়ী। সোনালির ছবি মানেই বারবার দেখতে হবে শোয়েব আখতারকে।

তার ছবি পকেটে লুকিয়ে রাখতেন তিনি। এমনকি নিজের ঘরেও সোনালির বিভিন্ন আবেদনময়ী পোস্টার টাঙিয়ে রাখতেন শোয়েব।

বিভিন্ন গণমাধ্যমে এসব কথা অকপটে স্বীকারও করেছেন শোয়েব আখতার। দুই দেশের সম্পর্কের হাজারো বৈরিতা সে প্রেমকে থামাতে পারেনি।

তিনি মজার ছলে এক অনুষ্ঠানে বলেছিলেন, সোনালি বেন্দ্রেকে অপহরণ করে পাকিস্তানে নিয়ে আসার চিন্তা করেছিলাম।

সোনালির বিষয়ে এভাবেই নিজের আবেগের কথা জানিয়েছেন এই গতিদানব।

তবে সোনালিকে সরাসরি কখনোও প্রেম নিবেদন করেননি শোয়েব। মনের অন্তরালেই প্রেমটাকে মেরে ফেলেছিলেন তিনি। গেছে।

এসবই অনেক অনেক আগের কথা। এতোদিনে অনেক কিছুই বদলেছে দুজনের।

সম্প্রতি জীবনের সব থেকে কঠিন সময় পাড়ি দিয়েছেন সোনালি। ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে সেই লড়াই জিতে ফিরেছেন দেশে। তবে যে সোনালিকে দেখে হৃদয় আপ্লুত হতো শোয়েবের সেই সোনালি এখন অনেকটাই বিধ্বস্ত। সেই লুক আর নেই এখন।

এদিকে শোয়েব আখতারেরও জীবন বদলেছে। ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এখন তিনি ধারাভাষ্যকার। দুজনের মাঝে যে মিলটা রয়েছে তাহলো তারা দুজনেই বিবাহিত, দুজনেরই সন্তান রয়েছে।

তবে সোনালির প্রতি শোয়েব আখতারের এমন আবেগ একতরফাই বটে। কখনও সোনালি থেকে জানা হয়নি কিছুই।

তবে সম্প্রতি বিশ্বকাপে পাক-ভারত ম্যাচকে সামনে রেখে হঠাৎ করেই শোয়েব আখতারের কথা উঠেছিল সোনালি বেন্দ্রের সামনে।

তাকে জিজ্ঞেস করা হয়েছিল একসময়ের রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতারের বিষয়ে। কিন্তু একি বললেন সোনালি!

যা শুনলে হয়তো মন ভেঙে যেতে পারে শোয়েব আখতারের।

শোয়েব আখতার প্রসঙ্গে সোনালি বেন্দ্রে বলেন, আমি শোয়েব আখতার নামে কোনো পাকিস্তানি ক্রিকেটারকে চিনি না। আমি আসলে ক্রিকেটের ভক্ত নই। ক্রিকেট অতোটা বুঝিনা। ভারতের খেলাই তেমন একটা দেখা হয় না আমার। খেলোয়াড়দের নাম মনে রাখি না আমি।

তবে সোনালির পরের কথায় হয়তো মনের কষ্টটা কিছুটা লাঘোব হতে পারে শোয়েবের। যে ক্রিকেটই বোঝে না। তার কাছে অচেনা হওয়াটাই স্বাভাবিক।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

error: Content is protected !!