• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ জুন, ২০১৯
সর্বশেষ আপডেট : ১০ জুন, ২০১৯

ব্রিস্টলে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

ক্রীড়া ডেস্ক:

ওভাল থেকে কার্ডিফ। সেখান থেকে প্রায় দুই ঘন্টার পথ মাড়িয়ে ব্রিস্টলে ছুটেছে বাংলাদশ দল। রোববারই বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে অ্যাভন নদীর তিরে পৌছেছেন মাশরাফিরা। স্থানীয় সময় দুপুরে কাউন্টি গ্রাউন্ডে অনুশীলন করবেন তারা। শ্রীলংকার বিপক্ষে আগামী মঙ্গলবার গুরুত্বপূর্ণ ম্যাচ টাইগারদের। সেই প্রস্তুতি এরই মধ্যে লংকানরা শুরু করে দিয়েছেন।

বিশ্বকাপে শ্রীলংকাকে আন্ডারডগ ধরা হচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছেন দিমুথ করুনারত্নেরা। এরপর আফগানদের বিপক্ষে জয় এবং পাকিস্তানের বিপক্ষে বৃষ্টির সুবাদে পাওয়া একটি পয়েন্ট এগিয়ে দিয়েছে তাদের। বাংলাদেশের বিপক্ষে জিতলে আরও এগিয়ে যাবে তারা। তবে মাশরাফিরা এ ম্যাচে ঘুরে দাঁড়াতে চায়বেন। মাশরাফিও বলেছেন, ‘খুবই গরুত্বপূর্ণ ম্যাচ আমাদের সামনে অপেক্ষা করছে।’ সেমিফাইনালে যাওয়ার পথে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ দুই পয়েন্ট ধরেই এগোচ্ছে।

সেই পথে বড় বাধ সাধদে পারে বৃষ্টি। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, ব্রিস্টলে মঙ্গলবার সারাদিনই বৃষ্টি হতে পারে। ম্যাচ তাই ভেসে গেলে তা বড় ধাক্কা হয়ে আসবে বাংলাদেশের জন্য। অন্যদিকে সুবিধা পেয়ে যাবে শ্রীলংকা। কারণ বৃষ্টির সুবাদে এরই মধ্যে একটি পয়েন্ট তারা পেয়েছে।

ব্রিস্টলের আজকের আবহাওয়া অবশ্য চমৎকার। রোদ্রউজ্জ্বল। কার্ডিফের মতো শীতও নেই। তবে এখানেও একটা অসুবিধায় পড়তে হতে পারে বাংলাদেশ দলের। সেটা হচ্ছে মাঠের আকৃতি। বিশ্বকাপে বাংলাদেশ মাঠের আয়তনের কারণে বেশ ঝামেলা পোহাচ্ছে। মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে দলের। ছোট মাঠের সুযোগ নিয়ে রান বাড়িয়ে নিতে পারছেন না বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা। বোলিংয়েও বদলাতে হচ্ছে পরিকল্পনা।

কার্ডিফে লং অন এবং লং অফের বাউন্ডারি বেশ ছোট ছিল। ব্রিস্টলের মাঠ আবার দুই স্কয়ারে বেশ ছোট। মাঠের এই আকৃতির কারণে জ্যামিতিক ধাধাঁয় পড়েছে বাংলাদেশ। মাশরাফিও জানান, ছোট মাঠের ওই সুযোগটা দল ঠিক নিতে পারছে না।

শ্রীলংকা দলের জন্য সুবিধা হলো, তারা বেশ কিছু দিন ধরে এখানে আছে। মাঠ এবং কন্ডিশন সম্পর্কে তাদের ধারণা মোটামুটি পরিষ্কার। সব মিলিয়ে ভালো একটা ম্যাচ হওয়ারই আভাস পাওয়া যায়। সর্বশেষ ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে হেরেছে। তবে দলের আত্মবিশ্বাস খুব একটা নড়েনি। শ্রীলংকার বিপক্ষে তাই বৃষ্টির বাধা উৎরে বড় ভালো খেলার অপেক্ষা।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • খেলাধুলা এর আরও খবর
error: Content is protected !!