• ঢাকা
  • শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ জুন, ২০১৯
সর্বশেষ আপডেট : ৪ জুন, ২০১৯

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে ঈদের প্রথম জামায়াত সকাল ৮টায় ও শেষ জামায়াত ১০টায়

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

নিজস্ব প্রতিনিধি॥
প্রতিবছরের ন্যায় এবারো চাঁদপুর জেলার সর্ববৃহৎ, প্রাচীন ও ঐতিহাসিক ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বড় জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের ২টি জামায়াত অনুষ্ঠিত হবে। ঈদের জামায়াত পালনকল্পে মসজিদ কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন।
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে ঈদুল ফিতরের প্রথম জামায়াত সকাল ৮টায় ও শেষ জামায়াত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। চাঁদপুরের ঐতিহাসিক হাজীগঞ্জ বড় জামে মসজিদে বিশেষ ব্যবস্থাগ্রহণ সম্পর্কে মসজিদ ব্যবস্থাপনা কমিটির মোতোয়াল্লিঅধ্যক্ষ ড.মো.আলমগীর কবির পাটোয়ারী সাপ্তাহিক হাজীগঞ্জকে জানান,‘ মুসলিম উম্মার জন্যে পবিত্র ঈদুল ফিতরের এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতিবছরের ন্যায় এবারো ঈদুল ফিতরের জামায়াত আদায়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরইমধ্যে সংশিষ্ট সকলের দায়িত্ব বন্টন করা হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে ও ক্রমাগত সংখ্যা বৃদ্ধিতে নতুন নতুন ব্যবস্থা ও প্রাসঙ্গিক সকল সুবিধা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘ঈদুল ফিতরের নামাজের সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত রাখার বিষয়ে এরইমধ্যে পল্লীবিদ্যুৎ বিভাগ হাজীগঞ্জকে এবং পৌর মেয়রকে বাজার পরিস্কার পরিছন্ন রাখার ক্ষেত্রে সর্বাত্মক সহায়তা প্রদানের নির্দেশ দিতে তাঁর দপ্তরের সংশ্লিষ্ঠ জনবলকে অনুরোধ জানিয়েছেন।’

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • সারা দেশ এর আরও খবর
error: Content is protected !!